BJP

নানুরে বিজেপি ছেড়ে জোড়াফুলে প্রায় ২০০, দাবি তৃণমূল শিবিরের

বুধবার ওই বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নানুর শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ২৩:৪১
Share:

তৃণমূলে যোগ দিলেন বিজেপি কর্মীরা। নিজস্ব চিত্র।

বীরভূম জেলার নানুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২০০ জন। এমনটাই দাবি বীরভূমের তৃণমূল নেতৃত্বের। বুধবার ওই সব বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার তৃণমূল নেতারা।

Advertisement

বুধবার ওই বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। অভিজিৎ বলেন, ‘‘মানুষ নিজের ভাল বুঝতে পারছেন। তাই তাঁরা দলে দলে তৃণমূলে ফিরছেন। আমরাও দেখেশুনে তাঁদের ফিরিয়ে নিচ্ছি। আজ যাঁরা তৃণমূলে যোগদান করলেন তাঁরা সকলেই কীর্ণাহারের শ্রমজীবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন।’’

প্রসঙ্গত, মঙ্গলবারই লাভপুরের বিপ্রুটিকুরি এলাকায় টোটোতে তৃণমূলের পতাকা লাগিয়ে গ্রাম প্রদক্ষিণ করেন এক দল বিজেপি সমর্থক। ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লেখানোর জন্য তাঁদের প্রকাশ্যে ‘ক্ষমা’ চেয়ে নিতে শোনা যায়। প্রায় ৩০-৩৫ জনের একটি দল কার্যত মিছিল করে গণ ‘ক্ষমাপ্রার্থনা’ করেন। যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement