Stone Quarry

পাথর খাদানে ধসে নেমে তিন শ্রমিকের মৃত্যু বীরভূমে, জখম আরও এক শ্রমিক

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

নলহাটি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১৪:০৫
Share:

—প্রতীকী চিত্র।

পাথর খাদানে ধস নেমে মৃত্যু তিন খাদান শ্রমিকের। বীরভূমের নলহাটি থানার মহিষাগ়ড়িয়া গ্রাম সংলগ্ন একটি খাদানে ঘটনাটি ঘটেছে। পাথর চাপা পড়ে এক শ্রমিক জখমও হয়েছেন। তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১০টা নাগাদ ঝাড়খণ্ড সীমানা লাগোয়া মহিষাগড়িয়া গ্রামের খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন কয়েক জন। সেখানে আচমকাই ধস নামে। পাথর চাপা পড়েন কর্মরত চার শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। মৃতদের মধ্যে দু’জনের নাম মুকেশ মাল, কমল মির্ধা। আর এক জনের পরিচয় এখনও জানা যায়নি। তিন জনের দেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নলহাটি থানার পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement