নিয়োগের দাবিতে কীর্তন। নিজস্ব চিত্র।
২০১৫ সালের টেট উত্তীর্ণ হওয়ার পরে এখনও চাকরি না মেলার অভিযোগে অভিনব প্রতিবাদ বীরভূমে। মঙ্গলবার বীরভূমে সিউড়ি বিদ্যাসাগর ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন একদল পরীক্ষার্থী। এর আগে শিক্ষামন্ত্রী-সহ জেলা স্তরে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের কাছে দাবি জানিয়েও ফল না মেলায় গান গেয়ে আন্দোলন বলে জানিয়েছেন তাঁরা।
টেট উত্তীর্ণ পরীক্ষার্থী রঞ্জন মণ্ডল, মুনমুন গড়াইদের বক্তব্য, তাঁরা পরীক্ষায় পাস করেও চাকরি পাচ্ছেন না। বেকার হয়ে বসে রয়েছেন। সংশ্লিষ্ট সব জায়গায় দাবি পেশ করেও সুরাহা হয়নি। তাই আজ তাঁরা গানের মাধ্যমে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। বিক্ষোভে বসা পরীক্ষার্থীদের দাবি, রাজ্য সরকার দ্রুত নিয়োগের ব্যাবস্থা করুক।
আরও পড়ুন: রাজ্যে লোকাল ট্রেন চালু হলেও ব্রাত্য কয়েকটি লাইন, বাড়ছে ক্ষোভ
আরও পড়ুন: রায়না-খণ্ডঘোষে অভিযান চালাচ্ছে পুলিশ, বাজেয়াপ্ত প্রচুর বাজি