Abhishek Banerjee

বিজেপিকে জিতিয়ে পাপ করেছে বাঁকুড়ার মানুষ, প্রায়শ্চিত্ত করবে, বললেন অভিষেক, পাল্টা শুভেন্দু

পঞ্চায়েত ভোটের আগে অভিষেক এমন কিছু জায়গায় জনসভা করছেন, যেখানে তুলনামূলক ভাবে বিজেপি ‘শক্তিশালী’। এরই মধ্যে দু’বার আলিপুরদুয়ার, এক বার কাঁথি এবং রানাঘাটেও গিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ০১:৪৫
Share:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপিকে জিতিয়ে ‘পাপ’ করেছেন বাঁকুড়ার মানুষ। তাঁদের সেই ‘পাপের প্রায়শ্চিত্ত’ করতে হবে। বাঁকুড়ার সভা থেকে এ কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে উত্তর দিনাজপুরের সভা থেকে অভিষেকের মন্তব্যের জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘এটা ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ।’’

Advertisement

পঞ্চায়েত ভোটের আগে অভিষেক এমন কিছু জায়গায় জনসভা করছেন, যেখানে তুলনামূলক ভাবে বিজেপি ‘শক্তিশালী’। এরই মধ্যে দু’বার আলিপুরদুয়ার, এক বার কাঁথি এবং রানাঘাটেও গিয়েছেন তিনি। গত বিধানসভা ভোটে এই জায়গাগুলিতে ভাল ফল করেছে বিজেপি। বুধবার বাঁকুড়ার ওন্দায় সভা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বাঁকুড়াতে ২০২১ সালের বিধানসভা ভোটে ১২টির মধ্যে ৮টি আসনে বিজেপি জিতেছিল। যেখানে অভিষেক সভা করেছেন, সেই ওন্দার বিধায়কও বিজেপির। ওন্দার সভা থেকে অভিষেক বলেছেন, ‘‘২০১৯ আর ২০২১ সালে বিজেপিকে সমর্থন করে বাঁকুড়ার মানুষ যে পাপ করেছেন, তার প্রায়শ্চিত্ত আগামী দিনে করবেন তাঁরা।’’ কী ভাবে সেই প্রায়শ্চিত্ত করতে হবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেতা। তিনি বলেছেন, ‘‘মানুষের অধিকার যদি আগামী দিনে দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে হয়, তা হলে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে।’’

অভিষেকের এই মন্তব্যের জবাব দিয়েছেন শুভেন্দু। উত্তর দিনাজপুরের সভা থেকে বিরোধী দলনেতা বলেন, ‘‘এটা ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। জনতা জনার্দন পাপ করবেন কি পুণ্য, সেটা গণদেবতার উপরেই ছেড়ে দিতে হবে।’’

Advertisement

ঘটনাচক্রে, একটা সময়ে এই বাঁকুড়ায় দলের দায়িত্বে অভিষেক ছিলেন। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে সেখানে ভাল ফলও করে তৃণমূল। কিন্তু তার এক বছর পর থেকেই জেলায় বিজেপির উত্থান শুরু হয়। ২০১৯ সালের লোকসভা ভোটে জেলায় দু’টি আসনেই বড় ব্যবধানে জেতে বিজেপি। তার পরেই অভিষেককে জেলার দায়িত্ব থেকে সরে যেতে হয়। প্রায় দু’বছর পরে সেই বাঁকুড়ায় এসে জেলার মানুষকে ‘প্রায়শ্চিত্ত’ করার পরামর্শ দিলেন তৃণমূল নেতা।

যদিও শুভেন্দুর মতে, শুধু বাঁকুড়া নয়, গোটা রাজ্যের মানুষকে অপমান করেছেন অভিষেক। নাম না করে তিনি বলেন, ‘‘কে এই হরিদাস পাল ভাইপো? এটা শুধু বাঁকুড়া জেলার অপমান নয়, এটা গোটা রাজ্যের ভোটার ভদ্রমণ্ডলীকে অপমান করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement