পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার ভারী লরির সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক কলেজছাত্রের। সোমবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার মুড়োমাঠের কাছাকাছি, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হয়ে আরও দুই ছাত্রী-সহ মোট চার জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ওই ছাত্রের নাম ধরম বাউড়ি (২৩)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সদাইপুর শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০১:০১
Share:

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার ভারী লরির সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক কলেজছাত্রের। সোমবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার মুড়োমাঠের কাছাকাছি, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হয়ে আরও দুই ছাত্রী-সহ মোট চার জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ওই ছাত্রের নাম ধরম বাউড়ি (২৩)। বাড়ি সদাইপুরের বাঁধেরশোল গ্রামে। বিএ তৃতীয় বর্ষের (পাসকোর্সের) শেষ পরীক্ষা দিতে এ দিন সিউড়ির বীরভূম মহাবিদ্যালয়ে গিয়েছিলেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্র ধরম, দুই ছাত্রী রুমা গড়াই এবং প্রিয়াঙ্কা মণ্ডল। সঙ্গী ছিলেন রুমার জেঠিমা জ্যোৎস্না গড়াই এবং মারুতির চালক জসীম চৌধুরী। পরীক্ষা দিয়ে ফেরার সময়েই সিউড়িগামী একটি ভারী লরি ধাক্কা মারলে সকলেই মারাত্মক জখম হন। পুলিশ উদ্ধার করে সকলকে সিউড়ি হাসপাতালে পাঠালে মৃত্যু হয় ধরমের। গাড়ির চালক ও জ্যোৎস্নাদেবীকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement