হেনস্থার প্রতিবাদে কর্মবিরতি

প্রধান শিক্ষকের বদলি আটকাতে শুক্রবার তাঁকে ঘেরাও করেছিল ঝালদার বেগুনকোদর হাইস্কুলের পড়ুয়ারা। সে দিন তারা ক্লাসও করেনি। শুক্রবার ওই ঘটনার সময় স্কুলের পরিচালন সমিতির একাংশ স্কুল শিক্ষকদের ক্লাসে ঢুকতে বাধা দিয়েছেন বলে অভিযোগ তুলে শনিবার কর্মবিরতি করলন শিক্ষক-শিক্ষিকারা। শনিবার শিক্ষকরা স্কুলে এলেও ক্লাস করেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০১:৩৮
Share:

প্রধান শিক্ষকের বদলি আটকাতে শুক্রবার তাঁকে ঘেরাও করেছিল ঝালদার বেগুনকোদর হাইস্কুলের পড়ুয়ারা। সে দিন তারা ক্লাসও করেনি। শুক্রবার ওই ঘটনার সময় স্কুলের পরিচালন সমিতির একাংশ স্কুল শিক্ষকদের ক্লাসে ঢুকতে বাধা দিয়েছেন বলে অভিযোগ তুলে শনিবার কর্মবিরতি করলন শিক্ষক-শিক্ষিকারা। শনিবার শিক্ষকরা স্কুলে এলেও ক্লাস করেননি। ফলে পর পর দু’দিন ক্লাস বন্ধ থাকল বেগুনকোদর হাইস্কুলে। স্কুলের টিচার্স কাউন্সিলের তরফে বিশ্বজিৎ সেনাপতি অভিযোগ করেন, ‘‘শুক্রবার স্কুলের পরিচালন সমিতির একাংশের মদতে শিক্ষকদের ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। কিছু শিক্ষককে হেনস্থাও করা হয়। প্রতিবাদে কর্মবিরতি পালন করা হয়েছে।’’ তাদের আরও অভিযোগ, শুক্রবার স্কুলের কয়েকটি বেঞ্চ, ডেস্ক ভাঙা হয়েছে। শিক্ষকের কয়েকটি শূন্যপদ পূরণেও প্রধান শিক্ষক নিজের ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেছেন শিক্ষকদের একাংশ। পরিচালন সমিতির সভাপতি শ্যামলী সিংহের পাল্টা দাবি, ‘‘শুক্রবার স্কুলের পড়ুয়ারাই প্রধান শিক্ষককে স্কুলে রাখতে চেয়ে আবদার করেছিল। শিক্ষকদের ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই।” তবে বেঞ্চ, ডেস্ক ভাঙার খবর তিনিও শুনেছেন বলে জানিয়েছেন। প্রধান শিক্ষক দেবদাস অধিকারী বলেন, ‘‘স্কুলে শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন শিক্ষক না পাঠালে আমার কিছুই করণীয় নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement