TMC

WB Municipal Election 2022: তৃণমূল কর্মীর ফ্লেক্সে বিতর্ক রঘুনাথপুরে

বিরোধীদের দাবি, গত পাঁচ বছরে শহরে তৃণমূলের পুর-বোর্ডই কাজ করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

রঘুনাথপুর শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ০৬:২৫
Share:

‘স্বচ্ছ পুর-বোর্ড গড়তে’ দলের প্রার্থীদের জেতানোর আর্জি জানিয়ে ফ্লেক্স টাঙিয়েছেন এক তৃণমূল কর্মী। পুরুলিয়ার রঘুনাথপুরে তা নিয়ে বিতর্ক বাধল। বিরোধীদের দাবি, গত পাঁচ বছরে শহরে তৃণমূলের পুর-বোর্ডই কাজ করেছে। তার পরেও ‘স্বচ্ছ পুর-বোর্ড’ গড়ার ডাক দেওয়া থেকে স্পষ্ট, গত পুর-বোর্ড স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়নি। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘এই ঘটনা দল অনুমোদন করে না। কেন ওই ফ্লেক্স টাঙানো হল, সংশ্লিষ্ট কর্মীর কাছে জবাবদিহি চাওয়া হচ্ছে। ফ্লেক্স সরানোর নির্দেশ দেওয়া হয়েছে শহর নেতৃত্বকে।’’

Advertisement

ফ্লেক্সটি যিনি টাঙিয়েছিলেন, ১৩ নম্বর ওয়ার্ডের সেই তৃণমূল কর্মী তথা দলের ওয়ার্ড সভাপতির স্ত্রী চৈতালি মুখোপাধ্যায়ের দাবি, ‘‘স্বচ্ছতার সঙ্গে পুর-বোর্ড পরিচালিত হয়নি। ১৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নের কাজ অনেক কম হয়েছে।’’ এ বার ওই ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। তৃণমূল সূত্রের খবর, টিকিট প্রত্যাশীদের দৌড়ে আছেন চৈতালিও। দলের শহর সভাপতি বিষ্ণুচরণ মেহতারও দাবি, ‘‘ফ্লেক্সের বিষয়টি দল সমর্থন করছে না। তবে এটাও ঘটনা, গত পুবোর্ডে এমন কিছু কাজ হয়েছে, যা কাঙ্ক্ষিত ছিল না।’’

ওই ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর সঞ্জয় বাউরির পাল্টা দাবি, ‘‘কাজ হয়েছে কি না, এলাকার মানুষ বলবেন। ভোটের মুখে কোন ভুঁইফোড় কর্মী কী বলছেন, সে নিয়ে চিন্তিত নই।’’ প্রাক্তন পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়েরও দাবি, ‘‘গত পুর-বোর্ড স্বচ্ছ ভাবে কাজ করেছে।’’

Advertisement

বিজেপির রঘুনাথপুর শহর সভাপতি স্বপ্নেশ দাসের প্রতিক্রিয়া, ‘‘আমরা আগে থেকেই অভিযোগ করছি, তৃণমূলের আমলে বহু দুর্নীতি হয়েছে। এখন তৃণমূল কর্মীরাই কার্যত তা স্বীকার করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement