Soumitra Khan

অনুব্রত মণ্ডলকে ‘রক্তচোষা গোপাল ভাঁড়’ বলে আক্রমণে সৌমিত্র খাঁ

বৃহস্পতিবার মহম্মদবাজারে একটি জনসভার আয়োজন করে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:২৯
Share:

ফাইল ছবি

বীরভূমের মহম্মদবাজারের জনসভা থেকে অনুব্রত মণ্ডলকে ‘রক্তচোষা গোপাল ভাঁড়’ বলে আক্রমণ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

Advertisement

বৃহস্পতিবার মহম্মদবাজারে একটি জনসভার আয়োজন করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন সৌমিত্র। বিষ্ণুপুরের সাংসদ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্ব। এর আগে একাধিক বার একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন অনুব্রত-সৌমিত্র। নেটমাধ্যমে তাঁদের বাগ্‌যুদ্ধ বার বার নজর কেড়েছে। সেই ধারায় নতুন যোগ সৌমিত্র-র এই মন্তব্য। অনুব্রতকে আক্রমণের পাশপাশি তিনি অভিষেক সম্পর্কে বলেন, ‘‘হরিদাস বলেছিলাম বলে মামলা করেছিল, আর যে টাকার জন্য নিজের বউকে নিলামে উঠিয়ে দেয়, তার আবার মানহানি! যার মানই নেই, তার আবার মানহানি কী!’’

সৌমিত্রের আক্রমণের জবাব দিয়েছেন অনুব্রত। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বলেন, ‘‘খুব নোংরা ভাষায় কথা বলেছেন সৌমিত্র। যার বউ পালিয়ে গিয়েছে, সে আবার এ সব কথা বলে কী করে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement