Power Outage at Banduan

গাছ ভেঙে বিপত্তি, বিদ্যুৎহীন বহু গ্রাম

স্থানীয়েরা জানান, বিদ্যুৎবাহী তারের উপরে গাছ ভেঙে পড়ার সময়ে জমিতে ধান রোপণ করছিলেন কিছু মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ০৯:৫৯
Share:

চলছে মেরামতির কাজ। বান্দোয়ানের মাংলা গ্রামের কাছে। ছবি- রথীন্দ্রনাথ মাহাতো

ধান জমির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে গাছ ভেঙে বিপত্তি বাধল। বরাত জোরে প্রাণে বাঁচলেন সে সময় জমিতে কর্মরত মহিলারা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে বান্দোয়ানের মাংলা গ্রামের কাছে।

Advertisement

বিদ্যুৎ দফতরের পুরুলিয়ার রিজিওনাল ম্যানেজার রজত টিকাদার বলেন, ‘‘পাঁচটি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছিল। আমরা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেছি। শুক্রবার রাতেই কিছু গ্রামে বিদ্যুৎ ফেরে।’’ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে শনিবার বিকেল হয়ে যায়।

স্থানীয়েরা জানান, বিদ্যুৎবাহী তারের উপরে গাছ ভেঙে পড়ার সময়ে জমিতে ধান রোপণ করছিলেন কিছু মহিলা। বিদ্যুতের তার ছিঁড়ে বিপজ্জনক অবস্থায় ঝুলতে থাকে। কোনও রকমে ওই জায়গা থেকে বেরিয়ে আসেন মহিলারা। এ দিকে এই ঘটনার জেরে বান্দোয়ানের অধিকাংশ গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্ধকার নামে কুচিয়া, ধাদকা, কুইলাপাল ও চিরুডি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত অনেক গ্রামে বিদ্যুৎ ফেরেনি। বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সারা রাত ধরে বিদ্যুৎ থাকে না।

Advertisement

দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের কর্মীরাও একই অভিযোগ করেন। ভ্রমণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সিদ্ধার্থ রায় বলেন, “তিনটি কটেজেই ভর্তি পর্যটক ছিল। সারা রাত বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। জেনারেটর চালালেও মাঝ রাতে তা বন্ধ হয়ে যায়। পর্যটকেরাও ক্ষুব্ধ।” বিদ্যুৎ দফতরের অপারেটর ম্যানেজার অমিত দাস জানান, শুক্রবার রাতে দুর্যোগ ছিল। তবে এ দিন গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। বেশ কয়েকটি খুঁটি ভেঙে পড়েছিল। পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement