CPM

অনুব্রতহীন বীরভূমে তৃণমূলে ভাঙন, বুথ সভাপতি-সহ ৬০০ জন যোগ দিলেন সিপিএমে

বাম নেতাদের দাবি, তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে আসার পর মানুষ বুঝতে পারছেন। তাই বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে অন্যায়ের প্রতিবাদে মাঠে নামছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৯:৪০
Share:

তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেওয়ার ঘটনা বীরভূমে। — নিজস্ব চিত্র।

অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন।। তৃণমূলের বুথ সভাপতি-সহ ৬০০ জন যোগদান করলেন সিপিএমে। আগামিদিনে আরও মানুষ আসবেন, দাবি উজ্জীবিত সিপিএম নেতাদের। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

Advertisement

কয়েক দিন আগেই বোলপুরের মহিদাপুর এলাকায় ১২ বছর পর সভা করেছিল বামেরা। তাতে তৃণমূল ছেড়ে কয়েক জন যোগদান করেছিলেন। এ বার বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত সাত্তর গ্রাম পঞ্চায়েতের হাটপুকুর ডাঙায় সভা করে সিপিএমে যোগদান করলেন তৃণমূলের কর্মীরা। বৃহস্পতিবার ওই গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেখ আব্বাস, স্থানীয় তৃণমূল নেতা রবিলাল হেমব্রম, শেখ নাসির, শেখ আলম-সহ প্রায় ৬০০ জন সিপিএমে যোগ দেন।। সভায় উপস্থিত ছিলেন সিপিএমের স্থানীয় নেতা বকুল ঘোড়ুই এবং সিপিএমের জেলা কমিটির সদস্য মানব রায়। এ দিন তাঁরাই কর্মীদের হাতে লাল ঝান্ডা তুলে দেন।

বাম নেতাদের দাবি, তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে আসার পর মানুষ বুঝতে পারছেন। তাই বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে অন্যায়ের প্রতিবাদে মাঠে নামছেন। একই সঙ্গে সিপিএম নেতাদের দাবি, আগামী দিনে সকলেই তাদের সঙ্গে পা মেলাবেন। সিপিএমের দাবিতে অবশ্য গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে না তৃণমূল। শাসক শিবিরের দাবি, এই যোগদানে কোনও পার্থক্য হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement