বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
পঞ্চায়েত ভোটের মতো ‘পরিস্থিতি’ পুরভোটে হলে তৃণমূল নেতাদের ছাল-চামড়া তুলে নেওয়ার হুমকি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যের শাসক দলের পাশে থাকলে ‘গাড়ি জ্বলবে’ বলে পুলিশকেও দিলেন হুঁশিয়ারি।
সোমবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডে নয়া নাগরিকত্ব আইন নিয়ে প্রচারে নামে বিজেপি। সেখানে সৌমিত্র ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার, বিজেপির রাজ্য নেতা সুব্রত চট্টোপাধ্যায়, দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র।
পুরভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই তৃণমূল নেতাদের সম্পর্কে ‘বিতর্কিত’ মন্তব্য করেন সাংসদ। তাঁর দাবি, ‘‘বাঁকুড়া জেলার তিনটি পুরসভাই বিজেপি দখল করবে। সে ক্ষমতা আমাদের আছে।” এর পরেই তাঁকে বলতে শোনা যায়, “পুলিশ যদি তৃণমূলের পাশে থাকে, তা হলে তাদের গাড়ি জ্বলবে। মানুষ যদি পুলিশের গাড়িতে আগুন লাগায়, তা হলে কিছু করার থাকে না।”
পক্ষান্তরে তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস বটব্যাল বলেন, “সৌমিত্র বারবার উস্কানিমূলক কথা বললে বা হুমকি দিলেও ওঁর দল কোনও ব্যবস্থা নিচ্ছে না। লোকসভায় যাঁরা ওদের ভোট দিয়েছিলেন, এই আস্ফালন দেখে তাঁরাই এখন দলটাকে ভয় পাচ্ছেন।” জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, ‘‘উনি কী বলেছেন খতিয়ে দেখছি।’’