প্রতীকী ছবি।
দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পরে সরকারি ঘোষণা মতো বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে খুলল সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং থিয়েটার। যদিও এ দিন বীরভূমের সিউড়ির একটি সিনেমা হল খুললেও বোলপুর, দুবরাজপুর-সহ প্রায় সব প্রেক্ষাগৃহ ও সিনেমা হল বন্ধই ছিল। আজ, শুক্রবার থেকে জেলার বাকি সিনেমা হলগুলি সরকারি বিধি নিষেধ মেনে খোলার কথা। সেই মতো প্রেক্ষাগৃহগুলিতে করোনা সংক্রমণ রুখতে জীবাণুনাশ করা থেকে শুরু করে নানা কাজকর্ম চলছে।
বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশ মেনে শুক্রবার থেকে হিন্দি ও বাংলা ছবির তিনটি শো দেখানো হবে। দূরত্ববিধি বজায় রেখে যাতে দর্শকদের বসানো যায়, তার সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে। দুবরাজপুরের বীণাপাণি সিনেমা হল খুলে বৃহস্পতিবারই একটি বাংলা ছবি দেখানো হবে বলে আগে জানানো হয়েছিল। সেই মতো চূড়ান্ত প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু, এ দিন হল কর্তৃপক্ষ সরকারি অনুমতি দেখাতে না পারায় সিনেমা হলটি খুলতে অনুমতি দেয়নি প্রশাসন। শুক্রবার সেটি খোলার কথা।
তবে, সরকারি নির্দেশ মেনে এ দিন সিউড়ির চৈতালি সিনেমা হল খুলেছে। সেখানে এ দিন একটি বাংলা ছবির দু’টি শো চালানো হয়। তবে দর্শক সামান্য হওয়ায় পরবর্তী শো দেখানো হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ওই সিনেমা হলের মালিক ইন্দ্রনীল চৌধুরী বলেন, ‘‘সরকারি বিধি নিষেধ মেনে সিনেমা হল খোলা হয়েছে ঠিকই। কিন্তু দর্শক কবে হবে, সেই চিন্তাযই এখন আমাদের ভাবিয়ে তুলছে। দর্শক না হলে ক’দিন শো চালাতে পারব, নিজেরাই জানি না।’’
করোনা-আতঙ্ক কাটিয়ে মানুষ কতটা সিনেমা হল মুখী হবেন, সেটাই এখন দেখার।