মিহিলাল শেখকে তলব সিবিআই আধিকারিকদের। ছবি: সব্যসাচী ইসলাম
আবারও মিহিলাল শেখকে তলব করল সিবিআই। মঙ্গলবার বাতাসপুর থেকে তাঁকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। বগটুই-কাণ্ড নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হবে। সোমবারও জিজ্ঞাসাবাদের জন্য মিহিলালকে নিয়ে যাওয়া হয়েছিল ওই অস্থায়ী ক্যাম্পে। ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মিহিলালকে। তেমন ভাবে বুধবারও রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিক, আনারুল-সহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিহিলালকে বসিয়ে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করার সিবিআইয়ের পরিকল্পনা রয়েছে বলে মনে করা হয়েছে।
সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে পৌঁছলেন সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিক। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করছে আধিকারিকেরা।
রামপুরহাট থানার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখবে সিবিআই। ঘটনার সময় থানায় পুলিশের গতিবিধি, কে উপস্থিত ছিলেন তাও খতিয়ে দেখা হবে।
সাসপেন্ড হওয়া রামপুরহাটে আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সূত্রের খবর, সে কারণে তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছে। সেদিন রাতে কী ঘটেছিল? ক’টা নাগাদ তিনি ওই ঘটনার খবর পেয়েছিলেন? তা জানতে চাইবে সিবিআই।
মিহিলাল এবং আনারুলকে আবার মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই। এর আগে বীরভূমের বগটুই-কাণ্ডের তদন্তে নেমে সোমবার বেশ কয়েক জনকে ডেকে জি়জ্ঞাসাবাদ করল সিবিআই। যাঁদের তলব করা হয়েছে, সেই তালিকায় ছিলেন রামপুরহাটের প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদকেও।