Rampurhat

Rampurhat Clash: সরাসরি: বগটুই-কাণ্ডে আবারও মিহিলালকে তলব সিবিআইয়ের, অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ

বীরভূমের বগটুই-কাণ্ডের তদন্তে নেমে সোমবার বেশ কয়েক জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। মঙ্গলবারও জেরা করা হতে আরও কয়েকজনকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৯:০৫
Share:

মিহিলাল শেখকে তলব সিবিআই আধিকারিকদের। ছবি: সব্যসাচী ইসলাম

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১২:৪৪

আবারও মিহিলাল শেখকে তলব সিবিআই-এর

আবারও মিহিলাল শেখকে তলব করল সিবিআই। মঙ্গলবার বাতাসপুর থেকে তাঁকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। বগটুই-কাণ্ড নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হবে। সোমবারও জিজ্ঞাসাবাদের জন্য মিহিলালকে নিয়ে যাওয়া হয়েছিল ওই অস্থায়ী ক্যাম্পে। ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মিহিলালকে। তেমন ভাবে বুধবারও রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিক, আনারুল-সহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিহিলালকে বসিয়ে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করার সিবিআইয়ের পরিকল্পনা রয়েছে বলে মনে করা হয়েছে।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১১:১২ key status

সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে পৌঁছলেন আইসি

সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে পৌঁছলেন সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিক। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করছে আধিকারিকেরা। 

Advertisement
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৯:১৯ key status

রামপুরহাট থানার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখা হবে

রামপুরহাট থানার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখবে সিবিআই। ঘটনার সময় থানায় পুলিশের গতিবিধি, কে উপস্থিত ছিলেন তাও খতিয়ে দেখা হবে। 

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৯:১৬ key status

আইসিকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই

সাসপেন্ড হওয়া রামপুরহাটে আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সূত্রের খবর, সে কারণে তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছে। সেদিন রাতে কী ঘটেছিল? ক’টা নাগাদ তিনি ওই ঘটনার খবর পেয়েছিলেন? তা জানতে চাইবে সিবিআই। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৯:১২ key status

মিহিলাল এবং আনারুলকে আবার মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই

মিহিলাল এবং আনারুলকে আবার মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই। এর আগে বীরভূমের বগটুই-কাণ্ডের তদন্তে নেমে সোমবার বেশ কয়েক জনকে ডেকে জি়জ্ঞাসাবাদ করল সিবিআই। যাঁদের তলব করা হয়েছে, সেই তালিকায় ছিলেন রামপুরহাটের প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদকেও।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৯:০৪ key status

বগটুই-কাণ্ডে সিবিআই-এর নজরে দমকলও

রামপুরহাট-কাণ্ডে দমকলের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে সিবিআই। সূত্রের খবর, আধিকারীকদের ডেকে জিজ্ঞাসাবাদও করা পরিকল্পনা রয়েছে তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement