সায়ন আহমেদকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
বীরভূমের বগটুই-কাণ্ডের তদন্তে নেমে সোমবার বেশ কয়েক জনকে ডেকে জি়জ্ঞাসাবাদ করল সিবিআই। যাঁদের তলব করা হয়েছে, সেই তালিকায় ছিলেন রামপুরহাটের প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদকেও।
সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ডাকা হয়েছিল সায়নকে। সূত্রের খবর, সময় মতোই রামপুরহাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন তিনি। এর পর প্রায় চার ঘণ্টা ধরে সায়নকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। তবে জেরায় সংস্থার আধিকারিকেরা কী কী বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, তা স্পষ্ট নয়।
সিবিআই সূত্রে খবর, সায়ন ছাড়াও রামপুরহাট থানার এক জন এএসআই-কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডেকে পাঠানো হয়েছিল রামপুরহাট হাসপাতালের এক চিকিৎসককে। ঘটনার পর আহতদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় রোগীদের দেখার দায়িত্বে ছিলেন ওই চিকিৎসক।
গত সোমবার রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের জেরে আট জনের মৃত্যুর ঘটনার পরেই রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়নকে ‘ক্লোজ’ করেছিল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালবীয় ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। গত বৃহস্পতিবার রামপুরহাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, ‘‘আইসি ও এসডিপিও নিজের দায়িত্ব পালন করেনি।’’ ওই দুই পুলিশ অফিসারকে ভর্ৎসনাও করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। ঘটনাচক্রে, এর পর বৃহস্পতিবারই কর্তব্যে গাফিলতির কারণে ত্রিদীপ আর সায়নকেকে বরখাস্ত করা হয়।