এ ভাবেই ভাসছে রাস্তা নিজস্ব চিত্র।
টানা ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকা। জেলার কৃষি বিভাগ সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পুরুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ ৫৮.৮ মিলিমিটার। তবে রঘুনাথপুর মহকুমা এলাকায় বৃষ্টির পরিমাণ মাপার যন্ত্র না থাকায় এই এলাকার বৃষ্টিপাতের পরিমাণ বলতে পারছে না জেলা প্রশাসন।
রঘুনাথপুর মহকুমা এলাকার আদ্রার বেনিয়াশোল জলমগ্ন। একই ছবি রঘুনাথপুরের ১, ৮, ১৩-সহ মোট ৪টি ওয়ার্ডের। এছাড়া রঘুনাথপুর ১ নম্বর ও সাতুরি ব্লকের একাধিক সেতুর উপর দিয়ে জল যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এ ছাড়া রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামা থেকে রঘুনাথপুর, পাড়া প্রভৃতি জায়গায় যাওয়ার রাস্তায় একাধিক সেতুর উপর জল উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বেশ কয়েকটি ছোট সেতুও ভেঙে পড়েছে।
আচমকা বৃষ্টি বেড়ে যাওয়ায় জলের স্রোতে একটি গবাদি পশু ভেসে যাওয়ার ছবি ধরা পড়েছে। যদিও সেটিকে পরে স্থানীয় যুবকরা উদ্ধার করেন।