Road repair

ধুলোয় নিত্য নাকাল, অবরোধে বাসিন্দারা

অবরোধকারী সেলিম শেখ, আনোয়ার শেখরা বলেন, ‘‘একদিকে করোনা অন্যদিকে ধুলো। দুইয়ের যাঁতাকলে আমাদের জীবন নাকাল হয়ে যাচ্ছে। ধুলোর ফলে শ্বাসকষ্টে ভুগছেন অনেকে। অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। যত দিন সংস্কার হবে না ততদিন রাস্তায় জল দিতে হবে এটাই আমাদের দাবি।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নলহাটি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০২:৫৪
Share:

নলহাটির নারকেলতলায় জাতীয় সড়ক অবরোধ। নিজস্ব চিত্র।

ধুলোর জেরে রাস্তা দেখা যায় না আর শ্বাসকষ্টে ভোগেন স্থানীয় বাসিন্দারা, এই অভিযোগে নলহাটির নারকেলতলায় জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকার বেশ কিছু মানুষ। প্রায় দেড় ঘণ্টা অবরোধের জেরে এ দিন জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে নলহাটি থানা থেকে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলেন।

Advertisement

এলকাবাসীরা জানান, রানিগঞ্জ - মোরগ্রাম জাতীয় সড়কে নলহাটি থেকে কয়থা পর্যন্ত রাস্তায় অসংখ্য গর্ত। পিচের আস্তরণ বহু দায়গায় উঠে গিয়েছে। ফলে গাড়ি চলাচল করলে ধুলোয় ঢাকছে জাতীয় সড়ক ও পার্শ্ববর্তী এলাকা। এলকাবাসী প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছে এতদিন। কাজ না হওয়ায় বাধ্য হয়েই অবরোধ করা হয়েছিল বলে তাঁদের দাবি। জাতীয় সড়কের ওই এলাকায় ধুলো ওড়া কমাতে স্থানীয় পুরসভাকে জল দেওয়ার আবেদন করলেও জল দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

অবরোধকারী সেলিম শেখ, আনোয়ার শেখরা বলেন, ‘‘একদিকে করোনা অন্যদিকে ধুলো। দুইয়ের যাঁতাকলে আমাদের জীবন নাকাল হয়ে যাচ্ছে। ধুলোর ফলে শ্বাসকষ্টে ভুগছেন অনেকে। অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। যত দিন সংস্কার হবে না ততদিন রাস্তায় জল দিতে হবে এটাই আমাদের দাবি।’’ নলহাটির পুরপ্রধান রাজেন্দ্রপ্রসাদ সিংহ বলেন, ‘‘জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে।’’

Advertisement

ন্যাশনাল হাইওয়ে অথরিটির এক আধিকারিক নিশিকান্ত সিংহ বলেন, ‘‘অতিরিক্ত পণ্য নিয়ে যাওয়ার ফলেই রাস্তা ভেঙে যাচ্ছে। রাজ্য সরকারের কাছে অতিরিক্ত পণ্য নিয়ে যান চলাচল বন্ধের বিষয়টি দেখার জন্য আবেদন করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement