সোমবার সাকিরাপাড়ে সিপিএমের মিছিল। —নিজস্ব চিত্র
বিরোধী থেকে সংবাদমাধ্যম শাসক দলের আক্রমণের শিকার। রাজ্যজুড়ে ক্রমাগত গণতন্ত্রের উপর জঘন্য আক্রমণের প্রতিবাদে সোমবার সাঁইথিয়ার সাকিরাপাড়ে এবং মহম্মদবাজারের ধিক্কার মিছিল ও সভা করল বামফ্রন্ট।
গত ২ সেপ্টেম্বর বন্ধকে ঘিরে সাকিরাপাড়ের একটি হিমঘরের বাম শ্রমিক সংঘঠনের উপর অত্যাচার, রাজ্যজুড়ে বিরোধী দলের কর্মী সমর্থক, শিক্ষা ব্যবস্থা এবং সর্বপরি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর হামলার প্রতিবাদে এ দিন সাকিরাপাড়ের সভায় হাজার দুয়েক সিপিএম সমর্থক হাজির ছিলেন। এ দিনের সভায় ছিলেন সিপিএমের জেলা সম্পাদক মনসা হাঁসদা, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর চক্রবর্তী, সাঁইথিয়ার জোনাল সম্পাদক জুরান বাগদি-সহ স্থানীয় নেতারা।
মনসাবাবু বলেন, ‘‘রাজ্যে আইন বলে কিছু নেই। ধর্ষণ থেকে খুন যাই করো, তৃণমূল করলে সব মাপ। আর এসব অন্যায়ের বিরোধিতা বা প্রতিবাদ করলে জুটবে পুলিশের লাঠি ও অজামিন যোগ্য ধারায় মিথ্যা মামলা।’’
অন্যদিকে মহম্মদবাজারে এ দিন মিছিলে পা মেলান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, সাঁইথিয়ার বিধায়ক ধীরেন বাগদি, জোনাল সম্পাদক প্রভাস মাল-সহ স্থানীয় নেতৃত্ব। মিছিলের স্লোগানে ছিল সাঁইথিয়ার মিছিল ও সভার প্রতিবাদী ভাষা। রামচন্দ্র ডোম বলেন, ‘‘এই সরকার ভুলে গেছে এটা গণতান্ত্রিক দেশ। চারিদিকে খুনোখুনি, ভোট লুঠ, বোমাবাজি, গুলি, ধর্ষণ, নেতাদের লাগাম ছাড়া অশ্লীল মন্তব্য। এসবের প্রতিবাদে ধিক্কার মিছিল।’’