manbazar

‘ইস্তফাপত্র ফেরান’, দাবি নিয়ে মিছিলে

সোমবার বিশরী পঞ্চায়েতের হাজার খানেক বাসিন্দা জমা দেওয়া ইস্তফাপত্র প্রত্যাহারের দাবিতে মানবাজার শহরে মিছিল করলেন। যদিও তা লোক দেখানো নাটক বলে দাবি করেছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মানবাজার শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ০৮:২৯
Share:

মানবাজারে মিছিল। নিজস্ব চিত্র

আবাস যোজনার (প্লাস) তালিকা থেকে ১২৮ জনের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ক’দিন আগে ইস্তফাপত্র জমা দেন মানবাজার ১ ব্লকের বিশরী পঞ্চায়েতের আট তৃণমূল সদস্যা। তাঁদের সঙ্গে ইস্তফাপত্র জমা দেন মানবাজার ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র এবং ওই পঞ্চায়েত এলাকার বাসিন্দা পঞ্চায়েত সমিতির আরও দুই সদস্যও। ব্লক প্রশাসন অবশ্য জানিয়েছিল, ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। তাঁদের বোঝানো হচ্ছে। যদিও ইস্তফা দেওয়া জনপ্রতিনিধিরা দাবি করেছিলেন, ওই ১২৮ জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করলে তবেই তাঁরা ইস্তফাপত্র প্রত্যাহার করবেন। তা-ও হয়নি। সোমবার বিশরী পঞ্চায়েতের হাজার খানেক বাসিন্দা জমা দেওয়া ইস্তফাপত্র প্রত্যাহারের দাবিতে মানবাজার শহরে মিছিল করলেন। যদিও তা লোক দেখানো নাটক বলে দাবি করেছে বিজেপি।

Advertisement

এ দিন মিছিলে থাকা বিশরী পঞ্চায়েতের ইচাডি গ্রামের বাসিন্দা গোলকবিহারী মাহাতো বলেন, ‘‘আবাস যোজনার তালিকায় থাকা ১২৮ জনের নাম প্রশাসনের পক্ষ থেকে কেটে দেওয়ার প্রতিবাদে তাঁরা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু তাঁরা পদত্যাগ করলে সমস্যা তো মিটবে না। বরং তাঁরা না থাকলে পঞ্চায়েত থেকে কোনও সহায়তা মিলবে না। তাই আমাদের অনুরোধ, তাঁরা ইস্তফাপত্র প্রত্যাহার করে অফিসে বসুন।’’ মিছিলে হাঁটা আর এক বাসিন্দা মানপুর গ্রামের প্রতিমা বাউরি বলেন, ‘‘দিলীপদার কাছে গেলে তিনি আমাদের সাহায্য করেন। তেমনই পঞ্চায়েতে জনপ্রতিনিধিরা না থাকলে আমরা কার কাছে সাহায্য পাব? আমাদের দাবি, তাঁরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।’’

বিশরী পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেসরা বলেন, ‘‘আইনি প্যাঁচে নাম কাটা গেলেও তাঁরা আবাস যোজনার যোগ্য প্রাপক। পদে থেকেও যদি তাঁদের সহায়তা করতে না পারি, তাহলে পদে থেকে লাভ কি? সে কারণে ইস্তফা দিয়েছি। তবে এত জন মানুষ আমাদের ভালবেসে রাস্তায় নেমেছেন, দেখি কী করা যায়।’’

Advertisement

মানবাজার ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপও বলেন, ‘‘আমাদের পদে ফেরাতে এত মানুষ রাস্তায় নেমেছেন দেখে অভিভূত। তাঁদের অনুরোধ রাখা সম্ভব কি না, দলের বাকিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’’

পুঞ্চার বাসিন্দা তথা বিজেপির জেলা সম্পাদক জনপ্রিয় ঘোষের কটাক্ষ, ‘‘সবটাই তৃণমূলের জনপ্রতিনিধিদের লোকদেখানো নাটক।’’ যদিও দিলীপের দাবি, ‘‘নায্য দাবিতে লড়াই করে আসছি। আগামী দিনেও তা-ই করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement