বাড়ির ভিতরে শোওয়ার ঘর থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে ময়ূরেশ্বর থানার গয়েশপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ জানায় মৃত যুবকের নাম পিন্টু দাস (২৪), বাড়ি গয়েশপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর তিনেক আগে ওই যুবক সিভিক ভলান্টিয়ার হিসাবে ময়ূরেশ্বর থানায় যোগ দেন। অবিবাহিত ওই যুবকের বাড়িতে বাবা, মা থাকেন। একমাত্র বোনের বিয়ে হয়ে গিয়েছে।
মৃত যুবকের কাকা তরুণ দাস বলেন, ‘‘ভাইপো গতকাল রাতের খাবার খেয়ে বাড়ির দোতলায় নিজের ঘরে শুতে চলে গিয়েছিল। আজ সকাল সড়ে নটা নাগাদ কাকীমা উপরে উঠে দেখে ভাইপো ঘরের চালের বাঁশের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলছে।’’ গয়েশপুর গ্রামের বাসিন্দা মল্লারপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিন্টু সাহা জানান, যুবকটি বেশ কয়েকদিন থেকে চুপচাপ থাকত। মানসিক অবসাদে ভুগছিল। কারও সঙ্গে ইদানিং তেমন একটা মেলামেশাও করত না ওই যুবক।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না বলে পুলিশ জানায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।