দুয়ারসিনিতে উদ্ধার সেই পোস্টার। নিজস্ব চিত্র
ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা পুরুলিয়ার বান্দোয়ানে মাওবাদীদের নাম উল্লেখ করা কিছু পোস্টার ও সামগ্রী উদ্ধারের দাবি করল সিআরপি। মঙ্গলবার দুপুরে বান্দোয়ানের কুচিয়া ক্যাম্পের সিআরপিএফ জওয়ানেরা অভিযান চালানোর সময়ে দুয়ারাসিনি পাহাড়ের উপরে ঝোপের পাশ থেকে চারটি ছুরি, দু’টি টিফিন বাক্স, পাঁচ মিটার তার, ১১৫টি হিন্দা ও বাংলায় হাতে লেখা পোস্টার, একাধিক খাম এবং বিএসএনএলের একটি সিম উদ্ধার করে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, পোস্টারগুলিতে পুরুলিয়া ও বাঁকুড়ায় থাকা সিআরপি ক্যাম্পগুলি তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারেরও সমালোচনা করা হয়েছে। সন্ধ্যায় সেই সব থানায় জমা দেওয়া হয়।
পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ‘‘সিআরপি কিছু পোস্টার ও তার পেয়েছে বলে জেনেছি। সে সব মাওবাদীদের কি না, তা যাচাই করা হবে।’’ একই সঙ্গে তিনি জানান, প্রাথমিক ভাবে নির্ভরযোগ্য বলে তাঁদের মনে হচ্ছে না।