ধরা পড়ল বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত

অবশেষে ধরা পড়লেন রঘুনাথপুর বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত নিশীথ বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে নিশীথবাবুকে রঘুনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ধরা হয়েছে। এ দিন তাঁকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর ছ’ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথপুর শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০২:৪২
Share:

অবশেষে ধরা পড়লেন রঘুনাথপুর বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত নিশীথ বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে নিশীথবাবুকে রঘুনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ধরা হয়েছে। এ দিন তাঁকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর ছ’ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

গত ৯ মে সকালে বিকট শব্দে কেঁপে উঠেছিল রঘুনাথপুর শহরের হাটতলার সব্জি বাজার এলাকা। বোমা ফাটার মত আওয়াজ শোনার পরেই স্থানীয়রা দেখতে পেয়েছিলেন একটি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। ব্যস্ত সব্জি বাজারে ঠিক পাশেই অমিতাভ গোস্বামীর বাড়িতে ঘটেছিল বিস্ফোরণ। পুলিশ দাবি করছিল, ওই বাড়িতে মজুত করে রাখা নিষিদ্ধ শব্দবাজিতে কোনও ভাবে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছিল। ঘটনার পরে বাড়ির মালিক অমিতাভ গোস্বামীকে গ্রেফতারও করা হয়। পরে পুলিশের কাছে অমিতাভবাবু দাবি করেন, তাঁর ছোট জামাই, পুরুলিয়া শহরের বাসিন্দা নিশীথ বন্দ্যোপাধ্যায় এই শব্দবাজির ব্যবসা করে। বিয়েবাড়ির অর্ডার নিয়ে বাজি মজুত করে রেখেছিল সে।

রঘুনাথপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এক সঙ্গে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুত থাকার বিষয়টি সামনে উঠে আসায় নড়েচড়ে বসেছিল পুলিশ। অমিতাভবাবুকে গ্রেফতারের পরেই পুলিশ সন্ধান শুরু করেছিল নিশীথ বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়াতে তাঁর বাড়ি-সহ আত্মীয়দের বাড়িতে খোঁজ করা হয়। কিন্তু সন্ধান মেলেনি। পুলিশের দাবি, এ দিন ভোরে সূত্র মারফৎ নিশীথবাবুর রঘুনাথপুরে আসার খবর পেয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশের দাবি, নিশীথবাবু স্বীকার করেছেন সম্প্রতি একটি বিয়েবাড়ির অর্ডার পেয়ে ঝাড়খণ্ডের বোকারো থেকে বাজি এনে শ্বশুর বাড়ির ঘরটিতে মজুত করে রেখেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement