লাক্ষা চুরিতে অভিযুক্ত ২। নিজস্ব চিত্র।
লাক্ষা ভর্তি পিকআপ ভ্যান চুরির তদন্ত নেমে আন্তঃরাজ্য গাড়ি চোরাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। ধৃতদের নাম বিমলকুমার মাহাতো ওরফে উজ্জ্বল এবং ছোট্টু দাস ওরফে সঞ্জয়। উজ্জ্বলের বাড়ি ঝাড়খণ্ডের চাণ্ডিল থানার গোলচক্র এলাকায়। সঞ্জয়ের বাড়ি নিমডি থানার আদারদি গ্রামে। বুধবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সিমদেগা জেলার কিনকাল গ্রামের বাসিন্দা অনুপ প্রসাদ ২০ নভেম্বর বলরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছিলেন ১৯ নভেম্বর কাঁচা লাক্ষা বোঝাই তাঁর একটি পিকআপ ভ্যান ৩২ নম্বর জাতীয় সড়ক ধরে বলরামপুরের দিকে আসছিল। রাত ১টা নাগাদ একটি ছোট গাড়িতে করে কয়েক জন দুষ্কৃতী দাতিয়া চেকপোস্টের কাছে পিকআপ ভ্যানটি আটকায়। পিকআপ ভ্যানের চালক ও খালাসিকে নিজেদের গাড়িতে তুলে নেয় দুষ্কৃতীরা। আর ২ জন দুষ্কৃতী পিকআপ ভ্যানটি নিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যায়। পরের দিন অনুপ ওই গাড়ির সন্ধানে বেরোলে ঝাড়খণ্ডের রাঙ্গামাটি গ্রামের কাছে চালক এবং খালাসিকে দেখতে পান। কিছু দূর পিকআপ ভ্যানটি খালি অবস্থায় পড়েছিল।
এই অভিযোগের ভিত্তিতে ওই দিনই পুলিশ একটি ডাকাতির মামলা রুজু করে। তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়িটি বরাবাজার থানা এলাকায় দেখতে পায়। সেই সঙ্গে ধরা পড়ে ২ দুষ্কৃতী। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই কয়েক জনের নাম ঠিকানা জানা গিয়েছে। তাদের ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। চুরি যাওয়া কয়েক লাখ টাকার লাক্ষা কোথায় বিক্রি হয়েছে তা-ও জানার চেষ্টা চলছে।