মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে এক জন চিকিৎসককে তুলে নেওয়া হচ্ছিল। চিকিৎসকের অভাব সত্বেও এক জনের পরির্বতে অন্য আর এক চিকিৎসককে নিয়োগ না করে, কেন বদলি করা হচ্ছে— এই প্রশ্ন তুলে বিডিও-র কাছে স্মারকলিপি দিলেন এলাকার বাসিন্দারা। তাতে রাখা হয়েছে চিকিৎসককে রেখে দেওয়ার আর্জিও। স্মারকলিপির প্রাপ্তি স্বীকার করে নলহাটি ২ ব্লকের বিডিও ঋক সপ্তার্ষ বলেন, ‘‘এলাকার বাসিন্দারা দল-মত নির্বিশেষে শুক্রবার দুপুরে স্মারকলিপি দিয়ে যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’’
রামপুরহাটের মহকুমাশাসক সুপ্রিয় দাস জানান, নলহাটি ২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক জন চিকিৎসককে রাখার দাবিতে এলাকাবাসী স্মারকলিপি দিয়েছেন বলে শুনেছি। বিষয়টি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলব।’’ অন্য দিকে, নলহাটি ২ ব্লকের বিএমওএইচ সোহাগ বিশ্বাস জানান, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই মুহূর্তে দিনে গড়ে তিনশো থেকে চারশো রোগী চিকিৎসা করাতে আসেন। এ ছাড়াও জরুরি বিভাগে গড়ে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ জন রোগী ভর্তি হন। তাঁদের দেখভালের জন্যে এই মুহূর্তে চার জন চিকিৎসক রয়েছেন। তার মধ্যে এক জন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। এই পরিসংখ্যান দিয়ে তিনি বলছেন, ‘‘ফলে এই মুহূর্তে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক তুলে নিলে সমস্যা হবে।’’
রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রজেশ্বর মজুমদার সমস্যার কথা মেনেছেন। তিনি জানাচ্ছেন, ওই চিকিৎসককে স্বাস্থ্যভবনের নির্দেশেই বদলি করা হচ্ছে।