TMC under Controversy

সরকারি প্রকল্পের ফিতে কাটলেন তৃণমূল নেতা!

বুধবার সকালে নিয়াশা গ্রামে সেই রাস্তার কাজের সূচনা হয়। অভিযোগ, ইঁদপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান ফিতে কেটে কাজের সূচনা করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইঁদপুর শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ০৭:৪৪
Share:

ফিতে কাটছেন তৃণমূলের ইঁদপুর ব্লক সভাপতি। ছবি সমাজ মাধ্যম থেকে সংগৃহীত।

পঞ্চায়েত সমিতির সভাপতিকে পাশে রেখে সরকারি প্রকল্পের কাজের সূচনা করলেন তৃণমূলের ইঁদপুর ব্লক সভাপতি! ওই নেতা নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট-ও করেছেন। যার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, পথশ্রী ৩ প্রকল্পে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে ভেদুয়াশোল পঞ্চায়েতের শালুকা-নিয়াশা থেকে বাংলা-মলিয়ান রাজ্য সড়কের বগার বড়পোল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে। বুধবার সকালে নিয়াশা গ্রামে সেই রাস্তার কাজের সূচনা হয়। অভিযোগ, ইঁদপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান ফিতে কেটে কাজের সূচনা করছেন। পাশে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি ও বাকি সদস্যেরা। সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টও করেছেন রেজাউল। জনপ্রতিনিধির বদলে শাসকদলের নেতা কেন সরকারি প্রকল্পের সূচনা করলেন, এই প্রশ্ন তুলে তৃণমূল ও প্রশাসনকে বিঁধেছেন বিরোধীরা।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সম্পাদক দেবাশিস লায়েকের অভিযোগ, ‘‘ওই ব্লক সভাপতি এতদিন পঞ্চায়েত সমিতির অফিসের চেয়ার দখল করে বসে থাকতেন। এ বার সভাপতিকে পাশে দাঁড় করিয়ে নিজে রাস্তার ফিতে কাটার আস্ফালন করছেন। আমরা বিস্মিত। বিডিও-র কাছে জবাব চেয়েছি।’’ সিপিএমের ইঁদপুর এরিয়া কমিটির সম্পাদক শৈলেন গোস্বামীর অভিযোগ, ‘‘তৃণমূলের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির কে? নির্বোধেরা দল ও প্রশাসন এক করে দিয়েছে। যতদূর জানি, নিরীহ ভদ্র মহিলাকে কাঠের পুতুলের মতো সভাপতির চেয়ারে বসিয়ে পঞ্চায়েত সমিতি পরিচালনা করার অভিযোগও আছে ওই ব্লক সভাপতির বিরুদ্ধে। ব্লক প্রশাসনও নিজের দায় এড়িয়ে যেতে পারে না।’’

Advertisement

যদিও ইঁদপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের দাবি, ‘‘বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। আমি একা নই, কাজের সূচনায় পঞ্চায়েত সমিতির সভাপতি, স্থানীয় পঞ্চায়েত প্রধান-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই মিলেই কাজের সূচনা করা হয়েছে।’’ পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠারও দাবি, ‘‘সবাই মিলেই কাজের সূচনা করা হয়েছে। ফিতে তো ধরেছিলাম। কাঁচি চালাইনি বলে আক্ষেপ নেই।’’

বিডিও (ইঁদপুুর) সুমন্ত ভৌমিক বলেন, ‘‘কে, কোথায়, কী কাজের সূচনা করেছেন জানি না। সেখানে ব্লক প্রশাসনেরও কেউ ছিলেন না। তবে ওই রাস্তায় ঢালাইয়ের কাজ চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement