দুর্ঘটনায় মৃত্যু

কলকাতা থেকে তারাপীঠে পুজো দিতে যাওয়ার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা-সহ আরও সাত জন। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সাদাইপুর থানা এলাকার কচুজোড়ের কাছে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম কালীপদ বসাক (৬০)। তাঁর বাড়ি কলকাতার বিজয়গড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে বিজয়গড় থেকে চালক-সহ ন’জন. তারাপীঠে আসছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সদাইপুর শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:২৯
Share:

কলকাতা থেকে তারাপীঠে পুজো দিতে যাওয়ার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা-সহ আরও সাত জন। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সাদাইপুর থানা এলাকার কচুজোড়ের কাছে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম কালীপদ বসাক (৬০)। তাঁর বাড়ি কলকাতার বিজয়গড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে বিজয়গড় থেকে চালক-সহ ন’জন. তারাপীঠে আসছিলেন। কচুজোড়ের কাছে সামনে থাকা একটি লরিকে পেরিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা আর একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় কলীপদবাবুর। বাকিরা প্রত্যেকেই কমবেশি জখম হন। পুলিশ তাঁদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে থাকা এক যাত্রী সমীর চক্রবর্তী বলেন, ‘‘আমরা সকলেই ব্যবসায়ী। প্রত্যেক বছর এই সময়টায় তারাপীঠে পুজো দিতে আসি। এ ভাবে যে দুর্ঘটনা ঘটে যাবে ভাবিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement