Birbhum

বীরভূমে পদত্যাগ করলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ

ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের লোহাজং গ্রামের বাসিন্দা কাজল সাহা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বীরভূম শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৭:২৪
Share:

কাজল সাহা। নিজস্ব চিত্র।

পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের পদ ছাড়লেন কাজল সাহা নামে এক তৃণমূল নেতা। দলীয় বিধায়ক তথা বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের সভাপতি অভিজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি।

Advertisement

ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের লোহাজং গ্রামের বাসিন্দা কাজল সাহা। ছাত্রাবস্থায় ছাত্র পরিষদ করেছেন। এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যুব কংগ্রেসের ঝিকড্ডার অঞ্চল সভাপতি হন। সে সময় ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের যুব সভাপতি ছিলেন প্রয়াত আভাস রায়। ১৯৯৮ সালে তৃণমূল গঠন হওয়ার দিন থেকে মমতার সঙ্গী ছিলেন কাজল। ওই বছরই পঞ্চায়েত সমিতির নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হন। ২০০৮ সালে নির্বাচিত হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হন পাঁচ বছরের জন্য। ২০১৩ সাল থেকে তিনি ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।

কাজলের অভিযোগ, “এখানে নামেই পূর্ত কর্মাধ্যক্ষ। কোনও কাজ করতে দেওয়া হয় না। অভিজিৎবাবুই শেষ কথা। শুধু শুধু পদ আঁকড়ে ধরে রেখে লাভ নেই। তাই পদত্যাগ করলাম।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement