Child Adoption

মা হারা দুই শিশুর দায়িত্ব নিলেন ওসি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে লোকপুর থানা এলাকার ভাদুলিয়া গ্রামের বধূ রিনা বিবি হৃদরোগে মারা যান আট দিন আগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ০৮:৪৭
Share:

মাতৃহারা সদ্যজাতের দায়িত্ন নিলেন ওসি। প্রতীকী চিত্র।

নিজের থানা এলাকার মা হারা দুই শিশু পুত্রকে পাঁচ বছর পর্যন্ত দেখভালের দায়িত্ব নিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে লোকপুর থানা এলাকার ভাদুলিয়া গ্রামের বধূ রিনা বিবি হৃদরোগে মারা যান আট দিন আগে। মৃত্যুর ২২ দিন আগে তিনি সিউড়ি জেলা হাসপাতালে এক শিশুপুত্রের জন্ম দেন। তাঁর সাড়ে তিন বছর বয়সী আরেকটি শিশুপুত্র রয়েছ। স্ত্রীর মৃত্যুর পর দুই শিশু পুত্রকে নিয়ে দিশাহারা অবস্থায় পড়েন রিনার স্বামী ফিরদৌস খান। দিনমজুরির কাজ করে কীভাবে ছেলেদের দেখবেন, দুধের শিশুর খাবার জোগাড় করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। তখনই প্রতিবেশীরা ওসির কাছে যেতে পরামর্শ দেন ফিরদৌসকে। পাশে দাঁড়ান ওসি সন্তোষ ভকত।

সন্তোষ বলেন, ‘‘দুই শিশুর ফিরদৌস ও ঠাকুমা জেলেখা বিবি আমার কাছে এসেছিলেন। শীতে ছোট্ট শিশুটির দুধ, পোশাক, মশারি কেনার টাকা নেই। একই অবস্থা সাড়ে তিন বছরের শিশুটিরও। তাই এখন থেকে পাঁচ বছর ওদের যা কিছু লাগবে সেটা দেব কথা দিয়েছি। যাতে সাময়িক ধাক্কা কাটিয়ে উঠতে পারে পরিবারটি।’’

Advertisement

পরিবার সূত্রে খবর,বুধবারই মশারি, কৌটোর দুধ, মশারি, পোশাক-সহ বেশ কিছু জিনিস পৌঁছনোর ব্যবস্থা করেছেন ওসি। ফিরদৌস বলছেন, ‘‘আমার মা বৃদ্ধ। বিধবা দিদি ও প্রতিবন্ধী দাদাকে নিয়ে একার সীমিত আয়ে বাচ্চাদের দেখার মতো পরিস্থিতি ছিল না। অনেক ধন্যবাদ ওসিকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement