পালকি চলে...

মাঠ, ঘাট, পথ, প্রান্তর পেরিয়ে পালকিতে চেপে বউ চলেছে শ্বশুরবাড়ি। পাশেপাশে বর। তার পিছনে মিষ্টির হাঁড়ি ও বিয়ের উপহার নিয়ে বরযাত্রীর লোকজন।

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০০:১৯
Share:

মাঠ, ঘাট, পথ, প্রান্তর পেরিয়ে পালকিতে চেপে বউ চলেছে শ্বশুরবাড়ি। পাশেপাশে বর। তার পিছনে মিষ্টির হাঁড়ি ও বিয়ের উপহার নিয়ে বরযাত্রীর লোকজন। আশপাশের লোক জনের প্রশ্নের পর প্রশ্ন। কোথাকার বিয়ে গো? বউ কোন গ্রামের? কোন গ্রামে যাচ্ছে? গ্রামবাংলার এ চিত্র এখন শুধু গল্প। এমন দৃশ্যের আর দেখা মেলে না। বুধবার দুপুরে তারাপীঠে প্রাচীন রীতির সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করলেন সব্যসাচী ইসলাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement