মুখোমুখি: বান্দোয়ানে জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।
‘মাটির সৃষ্টি’ প্রকল্পের কাজ ঘুরে দেখলেন পুরুলিয়ার নতুন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার বান্দোয়ানের চিরুডি পঞ্চায়েতের কেশরা ও কায়রা গ্রাম এবং পরে গুড়ুর পঞ্চায়েতের ভালুর টিলাতে যান তিনি। সঙ্গে ছিলেন মহকুমাশাসক (মানবাজার) বিষ্ণুব্রত ভট্টাচার্য, বিডিও (বান্দোয়ান) শুভঙ্কর দাস-সহ অন্য আধিকারিকেরা।
এ দিন তিনি প্রথমে বান্দোয়ানের কেশরা গ্রামে যান। সেখানে ১৮ বিঘা পাহাড়ি জমির উপরে ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের কাজ খতিয়ে দেখে তার প্রশংসা করেন তিনি। বৃষ্টির গড়িয়ে যাওয়া জল ভূর্গভে পাঠাতে এখানে পরিখা খনন করা হয়েছে। পরিখার মাঝে মাঝে প্রায় হাজারের মতো আম্রপালি আমগাছের চারাও লাগানো হয়েছে।
তবে চাষের জন্য পাশে একটি ছোট ‘হাপা’ (জলাশয়) খনন করা হলেও সেটির জল শুকিয়ে গিয়েছে। দূরে নলকুপ থেকে জল বয়ে আনতে হয়। বিষয়টি জানতে পেরে এ দিন জেলাশাসক সেখানে গভীর নলকূপ খননের নির্দেশ দেন। বিডিও (বান্দোয়ান) শুভঙ্কর দাস জানান, গভীর নলকূপ খননের পরিকল্পনা আগেই নেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ করা হবে।
এর পরে কায়রা গ্রামে যান জেলাশাসক। সেখানে জি-৯ কলা, পেঁপে, ড্রাগন ফলের বাগান ঘুরে দেখেন তিনি। সেখান থেকে বান্দোয়ানের গুড়ুর পঞ্চায়েতের ভালুর টিলাতে গিয়েও প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। সেখানে প্রকল্পের সঙ্গে যুক্ত গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তিনি। টিলার উপরে থাকা ফলের চাষে জলের সমস্যা নিয়ে বাসিন্দারা জেলাশাসককে জানান।
পরিদর্শন শেষে জেলাশাসক বলেন, ‘‘প্রকল্পের কাজে কিছু কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি সমস্যা রয়েছে। সমাধানে যা-যা করণীয়, সব রকম ব্যবস্থা নেওয়া হবে।’’