Anubrata Mondal

Post poll violence in West Bengal: ‘ভোট পরবর্তী হিংসা’-র রিপোর্টে দুই অনুব্রত ঘনিষ্ঠের নাম, বিড়ম্বনায় জেলা তৃণমূল

রিপোর্টে বীরভূম জেলাকেই সব চেয়ে সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে তুলে ধরেছে কমিশন। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বীরভূম শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ০০:৫৭
Share:

নিজস্ব চিত্র।

কলকাতা হাই কোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের জমা দেওয়া ‘ভোট পরবর্তী হিংসা’-র রিপোর্ট নিয়ে বিড়ম্বনায় বীরভূমের জেলা তৃণমূল। রিপোর্টে উঠে এসেছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের নাম। তাঁদের এক জন আবার জেলা পরিষদের কর্ম্যাধক্ষ।

Advertisement

রিপোর্টে বীরভূম জেলাকেই সব চেয়ে সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে তুলে ধরেছে কমিশন। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। কমিশনের তদন্তকারী কমিটির দাবি, বীরভূম জেলায় প্রায় ৩১৪টি অভিযোগ জমা পড়েছে। অভিযুক্ত হিসেবে তিন জন তৃনমূল নেতার নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত বোলপুর-নানুর এলাকার বীরভূম জেলা পরিষদের কর্ম্যাধক্ষ কেরিম খান এবং নানুর বিধানসভার কঙ্কালীতলা এলাকার নেতা সেখ মামন। আর রয়েছে তৃনমূল নেতা পঞ্চানন খানের নাম।

উল্লেখ্য, নির্বাচনের পরে বীরভূম জেলায় সন্ত্রাস বিশেষ হয়নি বলে দাবি করেছিলেন বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement