জেলায় দোলা, সংগঠনে ‘ধস’

লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় মানবাজার বাদে বাকি সব বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। তারপর থেকেই শ্রমিকদের মধ্যে তাদের প্রভাব বাড়াতে মাঠে নেমেছে বিজেপি প্রভাবিত এই শ্রমিক সংগঠনটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নিতুড়িয়া শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ০০:০১
Share:

গোবাগে। নিজস্ব চিত্র

সংগঠনের সভানেত্রী দোলা সেনের জেলায় বৈঠকের দিনেই তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠনে। শনিবার নিতুড়িয়া ব্লকের ঘটনা।

Advertisement

এ দিন নিতুড়িয়ার সড়বড়ি কমিউনিটি হলে আইএনটিটিইউসি-র জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন দোলা। সেই নিতুড়িয়া ব্লকেই ‘যোগদান দিবস’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন বিজেএমটিইউ। সেই সংগঠনের জেলা সভাপতি কাজলকৃষ্ণ সিংহের দাবি, ‘‘আমাদের যোগদান দিবসের সভায় নিতুড়িয়ার একটি স্পঞ্জ আয়রন কারখানার তৃণমূলের শ্রমিক সংগঠনের পঞ্চাশ জন সদস্য ও হুড়ার তৃণমূলের প্রোগেসিভ ট্যাক্সি মেন্স ইউনিয়নের পঞ্চাশ জনের বেশি সদস্য আমাদের সংগঠনে যোগ দিয়েছেন।”

এ দিন বিজেপির শ্রমিক সংগঠনের পতাকা হাতে নিয়ে নিতুড়িয়ার স্পঞ্জ আয়রন কারখানার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ভগীরথ বাউরি ও হুড়ার লালপুরের ট্যাক্সি সংগঠনের নেতা মানিক দাসেরা অভিযোগ করেন, ‘‘তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের স্বার্থ দেখার বদলে নিজেদের স্বার্থ দেখতেই বেশি আগ্রহী হয়ে পড়েছিলেন। শ্রমিকদের সমস্যা জানালেও ফল হত না বলেই বিজেপির শ্রমিক সংগঠনে যোগ দিয়েছি।”

Advertisement

তবে এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ আইএনটিটিইউসি-র নেতারা। সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় পরামনিকের পাল্টা দাবি, ‘‘আমাদের সংগঠন থেকে যারা বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন বলে ওঁরা দাবি করছেন, তাঁদের অনেক আগেই সংগঠনবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে।”

লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় মানবাজার বাদে বাকি সব বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। তারপর থেকেই শ্রমিকদের মধ্যে তাদের প্রভাব বাড়াতে মাঠে নেমেছে বিজেপি প্রভাবিত এই শ্রমিক সংগঠনটি। সম্প্রতি পুরুলিয়ার তৃণমূলের শ্রমিক সংগঠনের বাসকর্মী ইউনিয়নের সাড়ে তিন হাজার সদস্য বিজেপির এই শ্রমিক সংগঠনে যোগ দিয়েছিলেন বলে দাবি করা হয়। অবশ্য যোগদানের তিন দিন পরেই তাঁরা আবার তৃণমূলের শ্রমিক সংগঠনে ফিরে গিয়েছেন। ওই দলবদল জেলায় সাড়া ফেলেছিল।

তারপরেই আইএনটিটিইউসি-র রাজ্যের সভানেত্রী যখন জেলার সংগঠনের হাল ফেরাতে জেলায় এসেছেন, সেই দিনেই তৃণমূলের শ্রমিক সংগঠন থেকে শতাধিক কর্মী-সমর্থককে নিজেদের সংগঠনে টেনে লড়াই জারি রাখার বার্তা দিল বিজেপি প্রভাবিত এই শ্রমিক সংগঠন। কাজলকৃষ্ণবাবুর দাবি, ‘‘তৃণমূলের শ্রমিক সংগঠনে ধ্বস নামতে শুরু করেছে, এই ঘটনা তারই প্রমাণ।”

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement