লণ্ডভণ্ড বাড়ি। নিজস্ব চিত্র।
৪টে দরজার তালা ভেঙে চুরির ঘটনা বীরভূমের বোলপুর শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির সময় কেউ ছিলেন না বাড়িতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তেও নেমেছে পুলিশ।
বোলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিশন কম্পাউন্ড এলাকায় ভাড়াবাড়িতে থাকে লক্ষ্মণ মণ্ডলের পরিবার। বর্তমানে লক্ষ্মণ ব্যবসা সূত্রে নানুরে থাকেন। কিন্তু তাঁর ছেলে দেবাশিস পড়াশোনা করেন বোলপুরে। তাই লক্ষ্মণের পরিবার মিশন কম্পাউন্ড এলাকার ভাড়াবাড়িতেই থাকে।
কিন্তু সম্প্রতি করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য লক্ষ্মণের পরিবার নানুরে চলে গিয়েছিল। মঙ্গলবার পরিবারের সদস্যরা বোলপুর ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙা। ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। জানা গিয়েছে, নগদ টাকা, সোনার চেন-সহ আনুমানিক প্রায় ৭০ হাজার টাকার জিনিস চুরি হয়েছে। চুরির অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।