Nabanna

নবান্নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিত্রাণ পেতে নতুন প্রযুক্তির ব্যবহার, তৈরি হচ্ছে ‘রেস্টিং প্ল্যাটফর্ম’

রাজ্য প্রশাসনের সদর দফতরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি উদ্ধারকাজে সহায়ক প্রযুক্তির অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে। সেই পরিকল্পনায়, নতুন প্রযুক্তিগত পরিষেবা সংযোজিত হতে চলেছে নবান্নে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৮:৫৯
Share:

নবান্নে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। ফাইল ছবি।

শহর কলকাতায় প্রায়শই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল বিভাগের কর্মীদের। দুর্ঘটনায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার করাও বেশ কষ্টসাধ্য কা্জ। তাই এ বার রাজ্য প্রশাসনের সদর দফতরের এই ধরনের কোনও ঘটনা ঘটলে যাতে আগাম ব্যবস্থা নেওয়া যায়, সেই লক্ষ্যে নবান্নের উঁচু তলায় কর্মরত সরকারি কর্মী ও আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল দমকল দফতর। রাজ্য প্রশাসনের সদর দফতরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি উদ্ধারকাজে সহায়ক প্রযুক্তির অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে। সেই পরিকল্পনায়, নতুন প্রযুক্তিগত পরিষেবা সংযোজিত হতে চলেছে নবান্নে।

Advertisement

অগ্নিকাণ্ড ঘটলে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে বাইরে নিয়ে আসতে বিশেষ ‘রেস্টিং প্ল্যাটফর্ম’ তৈরি করা হয়েছে নবান্নে। নতুন এই প্রযুক্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আটকে পড়া ব্যক্তিদের বহুতল থেকে উদ্ধার করতে ব্যবহার করা হয় দমকলের স্কাই ল্যাডার। আর এই গগনচুম্বি স্কাই ল্যাডার ব্যবহার করে কোনও ব্যক্তিকে সুরক্ষিত ভাবে নামিয়ে আনতে গেলে প্রয়োজন দোতলার সমান একটি প্ল্যাটফর্মের। এই প্রযুক্তি সংযুক্ত হওয়ায় কোনও ব্যক্তিকে উদ্ধারের কাজ অনেক বেশি সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

নবান্নের এক আধিকারিক বলেন, ‘‘সব ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে চায় রাজ্য সরকার। তাই নবান্নের মতো গুরুত্বপূর্ণ সরকারি দফতরের উদ্ধারকার্যের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে। তাই সেই কাজের সূচনা হল রাজ্য সরকারের সদর দফতর থেকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement