Robbery

কর্মীদের শৌচাগারে আটকে লুট টাকা-সোনা

পুলিশ ও ব্যাঙ্ক সূত্রের খবর, এ দিন সকাল ৯.৪৫ নাগাদ ব্যাঙ্কের কয়েক জন কর্মী যখন ব্যাঙ্কে ঢুকছিলেন, তখনই তাদের পিছন পিছন ছ’জন ভিতরে ঢুকে পড়ে। দুষ্কৃতীদের মাথায় ছিল হেলমেট। মুখ ঢাকা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ০৮:৫১
Share:

ডাকাতির পরে ব্যাঙ্কে তদন্তে পুলিশ। মঙ্গলবার। —নিজস্ব চিত্র।

মাত্র ১৫ মিনিটের ‘অপারেশন’। তাতেই সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে লক্ষ লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালের এই ঘটনা আরও একবার বীরভূমের জেলা সদরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। জেলা পুলিশের শীর্ষকর্তারা তদন্ত করছেন। ইতিমধ্যেই এক জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ ও ব্যাঙ্ক সূত্রের খবর, এ দিন সকাল ৯.৪৫ নাগাদ ব্যাঙ্কের কয়েক জন কর্মী যখন ব্যাঙ্কে ঢুকছিলেন, তখনই তাদের পিছন পিছন ছ’জন ভিতরে ঢুকে পড়ে। দুষ্কৃতীদের মাথায় ছিল হেলমেট। মুখ ঢাকা ছিল।

ওই ছয় দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকেই আগ্নেয়াস্ত্র বের করে কর্মীদের ভয় দেখায় এবং তাঁদের ব্যাঙ্কের ভল্ট খুলতে বাধ্য করে বলে অভিযোগ। ব্যাঙ্ক থেকে টাকা ও সোনা চুরি করে চম্পট দেওয়ার আগে ব্যাঙ্কের সমস্ত কর্মীকে শৌচালয়ে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

বেশ কিছুক্ষণ পর কয়েক জন গ্রাহক এসে দেখেন, ব্যাঙ্ক খোলা রয়েছে কিন্তু কোনও কর্মী নেই, এর পরে তাঁরা শৌচালয় থেকে আওয়াজ পেয়ে কর্মীদের উদ্ধার করেন। পার্থসারথি নায়েক নামে এক গ্রাহক বলেন, “আমরা কয়েক জন দশটা নাগাদ ব্যাঙ্কে গিয়ে দেখি কোনও কর্মী সেখানে নেই। তার পরে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে শৌচালয় থেকে 'বাঁচাও বাঁচাও' আওয়াজশুনতে পাই। ব্যাঙ্ককর্মীদের উদ্ধার করি। এর পরেই পুলিশকে খবর দেওয়া হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement