‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়’ বীরভূমে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া শুরু হয়েছিল গত বছরের অগস্ট মাস থেকেই। এত দিনে লক্ষ্য কতটা পূরণ হল, কী ভাবে আগামী দিনে এগোতে হবে, সে ব্যাপারে সম্প্রতি পর্যালোচনা বৈঠক হল সিউড়ির একটি হোটেলে। উপস্থিত ছিলেন রাষ্ট্রায়াত্ত তেল সংস্থার আধিকারিকরা।
দেশের দরিদ্রতম পরিবারগুলির কোটি কোটি মহিলা সদস্যের কল্যাণে এই ধরনের কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। গত বছর চিনপাই গ্রামে ৪১০টি পরিবারের হাতে রান্নার গ্যাসের সংযোগ তুলে দিয়ে জেলায় এই প্রকল্পের সূচনা করেছিলেন সাংসদ শতাব্দী রায়।
তেল সংস্থা সূত্রে জানা গিয়েছে, আর্থ-সামাজিক ও জাতিগত সমীক্ষা অনুযায়ী যে তালিকা প্রস্তুত হয়েছে, সেই তালিকায় ঠাঁই পাওয়া পরিবারগুলির মধ্যে যাঁদের কোনও রান্নার গ্যাসের সংযোগ নেই, সেই সব পরিবারের কোনও মহিলা সদস্যের নামে বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার লক্ষ্যেই ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’। গোটা দেশে এমন পরিবারগুলিতে রান্নার গ্যাসের সংযোগ পিছু ১,৬০০ টাকা করে আর্থিক সহায়তা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনে নতুন সংযোগ নেওয়ার জন্য ওভেন ও সিলিন্ডারের জন্য প্রায় ১৫০০ টাকা ঋণ হিসাবেও পেতে পারেন উপভোক্তা। সেই টাকা প্রতি মাসের ভর্তুকি থেকে কেটে নেবে সংশ্লিষ্ট তেল সংস্থা।
বীরভূমের নোডাল অফিসার তথা এইচপিসিএলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার স্বপনসমীর এক্কা বলেন, ‘‘আর্থ-সামাজিক ও জাতিগত সমীক্ষা অনুযায়ী বীরভূমে ওই প্রকল্পভুক্ত পরিবারের সংখ্যা আট লক্ষের বেশি। এ পর্যন্ত দেড় লক্ষেরও বেশি বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া গিয়েছে।’’ তিনি জানান, আগামী বছরে আরও দেড় লক্ষ বাড়িতে ৪৪ জন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে।