বসন্ত উৎসব নিয়ে বৈঠক বিশ্বভারতীতে

চলতি বছরের বসন্ত উৎসব উপলক্ষে মঙ্গলবার বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হল শান্তিনিকেতনে। তবে কোথায়, কী ভাবে, কখন যান নিয়ন্ত্রণ হবে, সে বিষয়ে ঘণ্টা তিনেক আলোচনার পরেও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০১:৩৬
Share:

চলতি বছরের বসন্ত উৎসব উপলক্ষে মঙ্গলবার বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হল শান্তিনিকেতনে। তবে কোথায়, কী ভাবে, কখন যান নিয়ন্ত্রণ হবে, সে বিষয়ে ঘণ্টা তিনেক আলোচনার পরেও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বোলপুরের এসডিপিও অম্লান কুসুম ঘোষ জানান, দ্রুত পরের বৈঠক করে সে সব বিস্তারিত জানানো হবে। উদ্যোক্তাদের আশা, এ বারও বসন্ত উৎসবে লক্ষাধিক জন সমাগম হবে। তবে লালপুল সম্প্রসারণের শেষ না হওয়ায় পৌষ উৎসবের মতো ২৩ তারিখের বসন্ত উৎসবেও ওই রাস্তার উপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বৈঠকে ছিলেন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত কর্মসচিব মণিমুকুট মিত্র, কর্মী পরিষদ, অন্য অধিকর্তা এবং আধিকারিকদের পাশাপাশি পুলিশ-প্রশাসনে লোক জন। সঙ্গীতভবনের কথাকলি নৃত্যের অধ্যাপক বসন্ত মুখোপাধ্যায় জানান, বসন্ত উৎসবে রাতের অনুষ্ঠানে থাকছে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement