দাম কত? মাঘমেলায়। নিজস্ব চিত্র।
রবীন্দ্রনাথের ভাবনার প্রসার ঘটনানো হচ্ছে না। উল্টে চেপে রাখা হচ্ছে। সোমবার সকালে শ্রীনিকেতনে বিশ্বভারতীর মাঘমেলা উৎসবে যোগ দিয়ে এমনই আশঙ্কার কথা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বিশ্বভারতীর রীতি মেনে ভোরে বৈতালিকের মধ্য দিয়ে ৯৫তম বার্ষিক এই উৎসব এ দিন শুরু হয়েছে। অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন ত্রিপুরার এই বাম মুখ্যমন্ত্রী। ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক তথা বিজ্ঞানী সমীর ভট্টাচার্য, কলকাতা স্থিত চিনা কনসুলেট জেনারেল মা ঝানউ এবং বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত। সেখানেই শান্তিনিকেতন-শ্রীনিকেতন ঘুরে মুগ্ধ মানিকবাবু সাংবাদিকদের বলেন, ‘‘রবীন্দ্রনাথের চিন্তা, শিক্ষাদর্শ, ভাবনাকে দেশে ছড়িয়ে দেওয়ার খুব প্রয়োজন। মেলা, উৎসব ঠিক আছে। কিন্তু রবীন্দ্রনাথের ভাবনা কোথায় ছড়াচ্ছে? চেপে দেওয়া হচ্ছে। কিছু লোক হয় বুঝতে পারছেন না, নয় কিছু লোক উদ্দেশ্যমূলক ভাবে চাইছেন না, যে প্রসার হোক।”
ফি বছর শান্তিনিকেতনের পৌষমেলার মতো শ্রীনিকেতনের এই প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে আয়োজন হয় তিন দিনের মেলার। যা মাঘমেলা বলে পরিচিত। মেলার আনুষ্ঠানিক সূচনায় মানিকবাবু বলেন, “আমার অনেক আগেই এখানে আসা উচিত ছিল। দেরি করে ফেলেছি। আবার আসতে হবে। শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে ঘুরে দেখা এক-দু’দিনের ব্যাপার নয়। অনেক দিন থাকতে হবে।’’ পাশাপাশি শ্রীনিকেতন পল্লি পুনর্গঠনের কাজের বিশেষ প্রশংসা করেন তিনি। মানিকবাবুর কথায়, ‘‘শ্রীনিকেতনের কাজ অসাধারন। ভারতের অন্যতম সেরা কৃষি বিষয়ক গবেষণাধর্মী কাজ শ্রীনিকেতনের। মাঘ মেলাটাও দারুন।” তিনি জানান, ত্রিপুরাতেও ব্লকে ব্লকে কৃষি বিষয়ক মেলা হয়। রাজ্যের কৃষক বন্ধুরা যা উৎপাদন করেন, তা প্রদর্শিত হয়। পুরস্কারও দেওয়া হয়। কৃষি উৎপাদিত পণ্যের প্রতিযোগিতামূলক প্রদর্শনী হয়।
বিশ্বভারতী সঙ্গে আলোচনার প্রশ্নে মানিকবাবু বলেন, “স্বপনবাবু পুরনো বন্ধু। আইসিআর-এ থাকার সময় থেকে। আমাদের রাজ্যে তখন কঠিন সময়। উনি কৃষি দফতরের দারুন সহায়তা করেছেন। কৃষি তে গবেষণাধর্মী কাজ, উৎপাদন বৃদ্ধির জন্য নতুন নতুন ব্যবস্থা নিয়ে ওঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। সবটা এখনই খোলসা করছি না।”