Covid 19

করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

রামপুরহাট জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সত্তর বছর বয়সী ওই বৃদ্ধ ১৮ জুলাই রামপুরহাট মেডিক্যালে শ্বাসকষ্ট জনিত উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০৫:৪৬
Share:

প্রতীকী ছবি

করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হল রামপুরহাটের কোভিড হাসপাতালে। বুধবার দুপুরে রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বৃদ্ধের মৃত্যু হয়।

Advertisement

রামপুরহাট জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সত্তর বছর বয়সী ওই বৃদ্ধ ১৮ জুলাই রামপুরহাট মেডিক্যালে শ্বাসকষ্ট জনিত উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হয়। ১৯ জুলাই তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। ২০ জুলাই রামপুরহাটের কোভিড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন এ দিন দুপুরে ওই বৃদ্ধের মৃত্যু হয়। রামপুরহাটের মহকুমা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক লিধুরাম হাঁসদা বলেন, ‘‘ওই বৃদ্ধের করোনা পজ়িটিভ ধরা পড়লেও বয়সজনিত কারণে দুর্বল ছিলেন। এ ছাড়া শ্বাসকষ্ট জনিত রোগের ফলে শ্বাস নিতেও কষ্ট হতো। এই সমস্ত কারণে ওই বৃদ্ধের কো-মর্বিডিটি ছিল বলা যেতে পারে।’’

এই প্রথম জেলার কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত কোনও রোগীর চিকিৎসা চলাকালীন মৃত্যু হল। এর আগে জুন মাসে করোনা আক্রান্ত নলহাটি থানার ধরমপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বোলপুরের এক বৃদ্ধেরও মৃত্যু হয় কলকাতায়।

Advertisement

রামপুরহাট স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে, বুধবার ময়ূরেশ্বর ১ ব্লকে এক যুবকের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ময়ূরেশ্বর ১ ব্লকের যে যুবকের করোনা পজিটিভ মিলেছে সেই যুবক রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ওটি কর্মী। এক সপ্তাহ আগে সার্জারি বিভাগে মুর্শিদাবাদের এক বৃদ্ধের হার্নিয়া অস্ত্রোপচারের সময় ওই কর্মী ডিউটিতে ছিলেন। বৃদ্ধ করোনা পজ়িটিভ ধরা পড়ার পরে সার্জারি বিভাগের ছয় চিকিৎসক সহ নার্স এবং ওটি কর্মীদের করোনা টেস্ট হয়। গতকাল এক চিকিৎসকের করোনা পজিটিভ মিলেছে। আজকে ওটি কর্মীর করোনা পজিটিভ মিলেছে।

মেডিক্যালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন এক গর্ভবতী মহিলার আজকে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement