গ্রেফতার ‘ব্যাঙ্ক মিত্র’

কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীদের টাকা জালিয়াতি করায় অভিযুক্ত ‘ব্যাঙ্ক মিত্র’কে গ্রেফতার করল পুলিশ। ধৃত মুরলী কর্মকার বাঁকুড়ার মগরার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০১:০৮
Share:

কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীদের টাকা জালিয়াতি করায় অভিযুক্ত ‘ব্যাঙ্ক মিত্র’কে গ্রেফতার করল পুলিশ। ধৃত মুরলী কর্মকার বাঁকুড়ার মগরার বাসিন্দা। তাকে মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। গত সোমবার বাঁকুড়ার মগরা হাইস্কুলের পাঁচজন কন্যাশ্রী ছাত্রীর টাকা অবৈধ ভাবে তুলে নেওয়া হয়েছে বলে জেলাশাসকের কাছে অভিযোগ জানান প্রধান শিক্ষক মুকেশ পাত্র। অভিযোগ করার পরেই ওই ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের তুলে নেওয়া টাকা জমাও করে দেওয়া হয়। ওই স্কুলের ছাত্রীদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাঁকুড়ার মানকানালী শাখায় অ্যাকাউন্ট রয়েছে। প্রশাসনিক আধিকারিকেরা ওই ব্যাঙ্কে তদন্ত করতে গেলে সেখানকার ‘ব্যাঙ্ক মিত্র’ মুরলীবাবু মুচলেকা দিয়ে জালিয়াতির কথা স্বীকার করেন। জেলা প্রশাসন মুরলীবাবুর বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করে। প্রশাসন পুলিশের কাছে অভিযোগ জানালে ফেরার হয়ে যান মুরলীবাবু। এ দিন সকালে অভিযুক্তকে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। এই জালিয়াতির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement