কর্মী আন্দোলনের জেরে গত ছ’দিন ধরে সিউড়ির রড কারখানার উৎপাদন বন্ধ আছে। জট কাটাতে বৃহস্পতিবার তিনটি শ্রমিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে দীর্ঘ ক্ষণ বৈঠক করলেনন সিউড়ি মহকুমার (সদর) সহ-লেবার কমিশনার প্রসেনজিৎ কুণ্ডু।
পরে তিনি বলেন, ‘‘কারখানা বন্ধ করে বা বন্ধ হয়ে গেলে কোনও দিনই সমস্যার সমাধান হবে না। তাই প্রথম কাজ হল আগে উৎপাদন শুরু করা। শ্রমিকদের এ ব্যাপারে বুঝিয়ে বলা হয়েছে। শ্রমিক সংগঠনগুলির নেতৃত্ব বিষয়টি গুরুত্ব সহকারে বুঝেছেন।’’ তাঁর দাবি, এবং আজ শুক্রবার থেকেই যাতে কারখানায় উৎপাদন শুরু হয়, সে ব্যাপারে সদর্থক ভূমিকা নেওয়ার ব্যাপারে তাঁরা আশ্বাসও দিয়েছেন। উৎপাদন শুরু হওয়ার পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিয়ম অনুযায়ী শ্রমিক স্বার্থ দেখা হবে বলেও তিনি জানান।
যদিও বৈঠকে সামিল কারখানার বিভিন্ন সংগঠনের তিন শ্রমিক নেতা রাজু ঘোষাল, ভরত অঙ্কুর এবং সনাতন অঙ্কুর মিলিত ভাবেই বলেন, ‘‘লেবার কমিশনারের ডাকে সাড়া দিয়ে বৈঠকে এসেছিলাম। কিন্তু, বাস্তবে কোনও সুরাহা হয়নি। কারণ, শুধু মুখের আশ্বাসে সমস্ত শ্রমিক উৎপাদন শুরু করতে রাজি হবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।’’ প্রস্তাব নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।