দুই জেলা জুড়ে পালিত হল রবীন্দ্রনাথের ১৫৬ তম জন্মজয়ন্তী। প্রভাতফেরি, নাচ, গান, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে কবি স্মরণে যোগ দেন দুই জেলার বাসিন্দারা।
দুই জেলা জুড়ে পালিত হল রবীন্দ্রনাথের ১৫৬ তম জন্মজয়ন্তী। প্রভাতফেরি, নাচ, গান, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে কবি স্মরণে যোগ দেন দুই জেলার বাসিন্দারা। রবিবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর, আদ্রা, মানবাজার, পুঞ্চা, পুরুলিয়া শহর-সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ দিন সকালে পুরুলিয়া শহরের নেতাজি সুভাষ উদ্যানে ‘প্রভাতী’ সংস্থা রবীন্দ্রজয়ন্তী পালন করে। রঘুনাথপুর শহরের ‘প্রয়াস’ নামের একটি সংস্থা এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়। প্রয়াসের কর্মকর্তা কৌশিক সরকার জানান, শহরের বেদিয়াপাড়া থেকে প্রভাতফেরি করে গিয়ে ব্লকডাঙা এলাকার রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করা হয়।
উপস্থিত ছিলেন বিডিও (রঘুনাথপুরের ১) দেবকুমার চক্রবর্তী। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এ দিন বেদিয়াপাড়া ও মুচকুন্দা গ্রামে প্রয়াসের অবৈতনিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের জামাকাপড় দেওয়া হয়।
বাঁকুড়ার সরস্বতী শিশু মন্দিরের খুদে পড়ুয়ারা। ছবি: সুজিত মাহাতো।
অন্য দিকে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রেলশহর আদ্রাতেও পালিত হল রবীন্দ্রজয়ন্তী। আবৃত্তি পরিষদের উদ্যোগে ভোরে আদ্রা রেলওয়ে বয়েজ হাইস্কুলের অদূরের রবীন্দ্রমূর্তি থেকে প্রভাতফেরি হয়। সন্ধ্যায় বাঙালি সমিতির মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। মুক্তদল ক্লাবের উদ্যোগেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পুরুলিয়া শহরে নকশিকথা, ক্যাবায়ন, দ্যুতিনন্দন, শিঞ্জনী -সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠান হয়েছে। কাশীপুরের রাঙামাটি গ্রামে রবীন্দ্রজয়ন্তী পালন করে।
পাড়া ব্লকের সুরুলিয়া গ্রামে কিশোর সঙ্ঘ এবং বিবেকানন্দ শিশু মন্দিরের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠান হয়। পুরুলিয়া জেলা তৃণমূল অফিসেও এ দিন সকাল এবং সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পুরুলিয়ার সুভাষ উদ্যান ও বিষ্ণুপুরের রবীন্দ্রমূর্তির কাছে অনুষ্ঠান। ছবি: শুভ্র মিত্র।
রবিবার রবীন্দ্রনাথের গানের একটি অনুষ্ঠান হয় মানবাজার শহরের আশ্রম মাঠের মুক্তমঞ্চে। আয়োজক সিএমসি ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সন্দীপ দত্ত জানান, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এলাকার প্রবীণ শিল্পী গোরাচাঁদ নারায়ণ দেব থেকে শুরু করে খুদে শিল্পীরাও। পুঞ্চায় ‘সঙ্গ ও কৃষ্টি’ সংস্থার উদ্যোগে বিবেকানন্দ শিশু ভারতী স্কুল চত্বরে কবিস্মরণের আয়োজন করা হয়।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলাতেও নানা অনুষ্ঠান হয়েছে রবিবার। সকালে বিষ্ণুপুর শহরের বৈলাপাড়ায় রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে একটি অনুষ্ঠানের আয়োজন করে ‘রবীন্দ্র সংসদ’। অনুষ্ঠান দেখতে ভিড় করেছিলেন শহরের বাসিন্দারা। খাতড়ার পাম্পমোড়ে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। স্থানীয় মনোবীণা পত্রিকার সহযোগিতায় এ দিন সকালে পাত্রসায়র সহৃদয় নেতাজি গ্রন্থাগার প্রাঙ্গণে একটি অনুষ্ঠান হয়। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। রবীন্দ্রনাথের সাহিত্য-জীবন বিষয়ক একটি আলোচনা সভাও ছিল। উপস্থিত ছিলেন পাত্রসায়র পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুচাঁদ দাস।