Income tax department

দু’জনের অফিসে ফের হানা আয়কর দফতরের

স্থানীয় সূত্রের খবর, ওই দুই ব্যবসায়ী ও তাঁদের ঘনিষ্ঠদের পেট্রলপাম্প, রিসর্ট, ঠিকাদারি প্রভৃতি ব্যবসা রয়েছে। ওই দুই ব্যবসায়ীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁতুড়ি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০৫:৩৬
Share:

প্রতীকী ছবি।

কয়লা পাচারে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর অফিসে ফের তল্লাশি চালালেন আয়কর দফতরের আধিকারিকেরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়কর দফতরের বেশ কিছু আধিকারিক পুরুলিয়ার সাঁতুড়ি থানার মধুকুণ্ডায় ওই দুই ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালান বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, অফিসের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদও করেন আয়কর দফতরের আধিকারিকেরা। এর আগে গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আয়কর দফতরের আধিকারিকেরা লালার নিতুড়িয়ার ভামুরিয়ার বাড়ি, অফিস-সহ কলকাতার অফিসের সঙ্গেই সাঁতুড়ির মধুকুণ্ডায় ওই দুই ব্যবসায়ীর অফিস ও বাড়িতেও অভিযান চালিয়েছিলেন। সূত্রের খবর, সে সময়ে সেখান থেকে কিছু নথি ও লক্ষাধিক টাকা আটক করেছিল আয়কর দফতর।

এ দিন সকাল ৮টা নাগাদ ১০টি গাড়িতে মধুকুণ্ডায় আসেন আয়কর দফতরের আধিকারিকেরা। দুপুর ১টা পর্যন্ত তাঁরা তল্লাশি চালান। স্থানীয় সূত্রের খবর, ওই দুই ব্যবসায়ী ও তাঁদের ঘনিষ্ঠদের পেট্রলপাম্প, রিসর্ট, ঠিকাদারি প্রভৃতি ব্যবসা রয়েছে। ওই দুই ব্যবসায়ীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement