‘সকলের জন্য ঘর’ প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণে হাত দিল দুবরাজপুর পুরসভা। গত মঙ্গলবার শহরের পাঁচটি বাড়ির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। পুরসভা সূত্রের খবর, কেন্দ্রীয় ওই আবাসন প্রকল্পের জন্য মোট ৪,৪২৭টি বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে। আর্থ-সামাজিক সমীক্ষা অনুসারে গৃহহীনদের সকলের জন্য বাড়ি প্রকল্পে ওই সংখ্যক উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। গত আর্থিক বর্ষে ৪২০টি বাড়ি তৈরির বরাদ্দ এসেছিল। কিন্তু নিবার্চন থাকায় সে কাজে হাত পড়েনি। এ বার নির্ধারিত হয়েছে ৮০৭টি বাড়ির জন্য বরাদ্দ। পুরপ্রধান জানিয়েছেন, এই আর্থিক বর্ষেই দু’ধাপে চিহ্নিত বাড়ি তৈরি হবে। মোট ২৫ বর্গমিটারের প্রতিটি বাড়ির ব্যয় বরাদ্দ ৩ লক্ষ ৬৭ হাজার টাকা। যেখানে উপভোক্তা দেবেন ২৫ হাজার টাকা, বাকিটা সরকার। পুরসভার খাতে টাকা এসে গিয়েছে।