প্রতীকী ছবি
রাতের অন্ধকারে আগুনে পুড়ল বিজেপির মণ্ডল সভাপতির জমির ধান, খড়। পাইকর ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি মহম্মদ আলিরেজার দাবি, বিঘে চল্লিশেক জমির খড় আর ছ’বিঘে জমির ধান পুড়ে গিয়েছে। এই ঘটনায় ‘তৃণমূল আশ্রিত’ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে পাইকর থানার মাঠকরমজা গ্রামে। এলাকবাসী জানান, ভোর তিনটের সময় হঠাৎ আগুন দেখা যায়। এলাকার বাসিন্দারা আলিরেজাকে ডেকে তোলেন। প্রথমে বালতির জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে গ্রামের মানুষ পাশের পুকুর থেকে যন্ত্রচালিত পাম্পের সাহায্যে জল নেভাবার চেষ্টা করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আলিরেজা আগে মুরারই ২ পঞ্চায়েত সমিতির সিপিএম-এর সভাপতি ছিলেন। কিছু দিন আগে বিজেপিতে যোগদান করেন। আলিরেজার অভিযোগ, ‘‘বিজেপি করার জন্যই আমার ধানে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল আশ্রিত
দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। গ্রামে বিজেপির প্রভাব বাড়ায় আমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে
যাচ্ছিল। কোনও ভাবে না পেরে এই ঘটনা ঘটিয়েছে।’’ তাঁর দাবি, ‘‘আগুনের তীব্রতা এতটাই ছিল, যে কোনও সময় আগুন বাড়িতে ছড়িয়ে পড়ত। পুলিশ এসে তদন্ত করে গিয়েছে। আমি দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’’
বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, ‘‘জেলা জুড়ে বিজেপি কর্মী ও নেতাদের বিভিন্ন ভাবে ক্ষতি করা হচ্ছে। মণ্ডল সভাপতির ধানের পালুই ও খড়ের গাদায় তৃণমূলের দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ দোষীদের গ্রেফতার না করলে, আমরা জেলা জুড়ে রাস্তায় নেমে আন্দোলন করব।’’ তৃণমূলের রামপুরহাট মহকুমা পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য বলেন, ‘‘ঘটনাটি তদন্ত সাপেক্ষ। তবে মনে হয় এটি বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল।’’