Natabar Bagdi

প্রাক্তন বাম বিধায়ক নটবর বাগদি প্রয়াত

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০৩:২১
Share:

নটবর বাগদি। ফাইল চিত্র

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পুরুলিয়ার বামপন্থী নেতা তথা প্রাক্তন বিধায়ক নটবর বাগদির (৭৮)। পুরুলিয়া ২ ব্লকের কড়চা গ্রামের বাসিন্দা নটবরবাবু ঝাড়খণ্ডের বোকারোর একটি বেসরকারি হাসপাতালে রবিবার সকালে প্রয়াত হন। তাঁর স্ত্রী, দুই ছেলে বর্তমান।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের চাকরি ছেড়ে ১৯৮১ সালে নটবরবাবু সিপিএমে যোগ দেন। পরে, ১৯৮২ থেকে ১৯৯৭, টানা চার বার রঘুনাথপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৭-তেই তাঁর গ্রামের বাড়ি লাগোয়া ভাঙড়ায় হরিনাম সংকীর্তনের আয়োজনকে কেন্দ্র করে দলের নেতৃত্বের সঙ্গে বিতর্কে জড়ান এবং বিধায়ক পদ ও দলও ছাড়েন। পরবর্তীতে তিনি ও জেলার তৎকালীন সিপিএম নেতা সুবোধ চক্রবর্তী-সহ বেশ কয়েকজন মিলে ‘গণতান্ত্রিক প্রতিবাদী মঞ্চ’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। পরবর্তীতে যার নাম হয়, ‘পশ্চিমবঙ্গ প্রতিবাদী মঞ্চ’। সে সময়ে সিপিএম ছেড়ে যাঁরা বেরিয়ে এসেছিলেন, তাঁরা এই মঞ্চে যোগ দিয়েছিলেন। পরে এই মঞ্চ পিডিএসের সঙ্গে মিশে যায়। আমৃত্যু পিডিএসের রাজ্য সহকারী সভাপতির দায়িত্ব পালন করে গিয়েছেন।

তবে শুধু রাজনীতি নয়, মানভূম ক্রীড়া সংস্থার সঙ্গেও ছিল তাঁর গভীর সম্পর্ক। একাধিক বার সংস্থার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন দক্ষ ফুটবলারও। তাঁর সময়ে পুরুলিয়া জুনিয়র ফুটবলে একাধিক বার রাজ্য চ্যাম্পিয়ন হয়। অল ইন্ডিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আসরও বসেছিল পুরুলিয়ায়।

Advertisement

এ দিন তাঁর দেহ গ্রামের বাড়িতে পৌঁছলে দলমত নির্বিশেষে সকলেই তাঁকে শ্রদ্ধা জানান। পুরুলিয়ায় জেলা সিপিএমের সদর দফতরে দেহ নিয়ে যাওয়া হয়। দলমত নির্বিশেষে সকলেই জানান, তাঁর মৃত্যুতে জেলার এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement