বোলপুরে আগুনে পুড়ল কারখানা

মাঝ রাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হল একটি প্লাস্টিক কারখানা। ক্ষতি হয়েছে কারখানা চত্বরে থাকা গুদামও। রবিবার গভীর রাতে বোলপুরের মকরমপুর এলাকার ঘটনা। প্রথমিক তদন্তে পুলিশ ও দমকল বিভাগের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন প্রথমে কারখানায় এবং পরে লাগোয়া গুদামঘরেও ছড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০২:৩৩
Share:

মাঝ রাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হল একটি প্লাস্টিক কারখানা। ক্ষতি হয়েছে কারখানা চত্বরে থাকা গুদামও। রবিবার গভীর রাতে বোলপুরের মকরমপুর এলাকার ঘটনা। প্রথমিক তদন্তে পুলিশ ও দমকল বিভাগের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন প্রথমে কারখানায় এবং পরে লাগোয়া গুদামঘরেও ছড়িয়ে পড়ে। ঘণ্টা দু’য়েক ধরে স্থানীয় বাসিন্দা এবং দমকল বিভাগের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ওই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কী কারণে আগুন ধরেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত দেড়টা নাগাদ ওই এলাকায় আগুনের ফুলকি উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কারখানা লাগোয়া পাড়া প্রতিবেশীদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুরজিৎ বটব্যাল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে নেভানোর চেষ্টা করেন। খবর যায় বোলপুরের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্রে। ঘটনার কথা জানতে পেরে ওই কারখানা চত্বরে আসেন মালিকপক্ষ। দমকলের দু’টি ইঞ্জিন এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। সরকারি ত্রাণের ত্রিপল তৈরি থেকে প্লাস্টিকশিট এবং প্লাস্টিক জাত নানা জিনিসের গুদাম এবং কারখানার কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার পক্ষে শান্তনু মজুমদার সোমবার বলেন, ‘‘কী ভাবে আগুন ধরেছে বুঝতে পারছি না। বহু ক্ষতি হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement