হাতির হানায় এক যুবকের মৃত্যু হল। রাইপুর থানার সারসবেদিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিবাকর শবর (৩০)। বাড়ি রাইপুরের সগরভাঙা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারসবেদিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন দিবাকর। শুক্রবার রাতে বাড়ির বাইরে শৌচকর্ম করতে গিয়ে তিনি হাতির মুখোমুখি পড়ে যান। হাতিটি তাঁকে শুঁড়ে জড়িয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বন দফতরের ফুলকুসমা রেঞ্জ আধিকারিক শুভাশিস চৌধুরি বলেন, “লালগড়ের জঙ্গল থেকে একটি হাতি ঢুকে শুক্রবার রাতে ঢেকো অঞ্চলের সারসবেদিয়ায় হামলা চালিয়েছে। আপাতত সেটির গতিবিধির উপরে নজর রাখছেন বনকর্মীরা।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, হামলা চালানোর পরে হাতিটি ফুলকুসমার দিকে গিয়েছে। শনিবার সকালে সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মথুরানাথ মাহাতো, তৃণমূলের ব্লক সভাপতি জগবন্ধু মাহাতো দিবাকরের বাড়ি যান। মৃতের স্ত্রী রূপালি শবর বলেন, “বাড়ির একমাত্র রোজগেরে ছিলেন আমার স্বামী। কী ভাবে যে সংসার চলবে ভেবে পাচ্ছি না।”
রক্তাক্ত দেহ। এক বৃদ্ধের রক্তাক্ত দেহ মিলল হিরাপুরের ধরমপুরে। মৃত ঝিঙ্গু সাহানির (৭২) বাড়ি ওই এলাকাতেই। পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে বাড়ির পাশে একটি দোকানের বারান্দায় শুয়েছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই তাঁর দেহ মেলে। খবর পেয়ে পুলিশ এসে দেহ ময়না-তদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠায়। মৃতের জামাই রবি মাহাতো পুলিশে অভিযোগ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের মাথায় ও মুখে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তদন্ত শুরু হয়েছে।