দুর্ঘটনায় শয্যাশায়ী দুধকুমার

দুধকুমার দলীয় বৈঠকে কলকাতা গিয়েছিলেন। শনিবার রাতে ট্রেনে সাঁইথিয়ায় ফেরেন। সেখান থেকে মোটরবাইকে ময়ূরেশ্বরের বাড়িতে ফিরছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৮
Share:

দুধকুমার মণ্ডল।—ফাইল চিত্র।

পথ দুর্ঘটনায় আহত হলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, লোকসভা ভোটে বীরভূম কেন্দ্রের প্রার্থী দুধকুমার মণ্ডল। শনিবার রাতে মোটরবাইকে বাড়ি ফেরার পথে ময়ূরেশ্বর থানার বোখারিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই ট্রাকের পিছনে ধাক্কা মারেন বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানান, সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। রাস্তার পাশে একটি হোটেলের কর্মীরা তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করান। আপাতত অবস্থা স্থিতিশীল।

Advertisement

দুধকুমার দলীয় বৈঠকে কলকাতা গিয়েছিলেন। শনিবার রাতে ট্রেনে সাঁইথিয়ায় ফেরেন। সেখান থেকে মোটরবাইকে ময়ূরেশ্বরের বাড়িতে ফিরছিলেন। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ সাঁইথিয়া-কোটাসুর রাস্তায় দুর্ঘটনা ঘটে। রবিবার সিউড়ি হাসপাতালে দুধকুমার দাবি করেন, ‘‘দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে একটি গাড়ি বিপরীত দিকে থেকে আসছিল। সেই গাড়ির জোরালো আলো চোখে পড়লে কিছু দেখতে না পেয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারি।’’ হাসপাতাল সূত্রের খবর, দুধকুমারের হাঁটুর কিছু উপরে, কাঁধে-ঘাড়ে আঘাত রয়েছে। বুকে ব্যথাও অনুভব করছেন। প্রাক্তন জেলা সভাপতিকে দেখার জন্য রবিবার সকাল থেকেই হাসপাতালে ভিড় করতে শুরু করেন তাঁর অনুগামী এবং বিজেপি কর্মীরা। শারীরিক অবস্থার কথা জানতে হাসপাতালে এসেছিলেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, বিজেপি নেতা কালোসোনা মণ্ডল-সহ অন্য নেতৃত্বও। দুধকুমার পরে বলেন, ‘‘মাথায় হেলমেট থাকায় খুব বেশি লাগেনি। না হলে বড় দুর্ঘটনা ঘটে যেত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement