এই শিশুটির ই প্রাণ বাঁচিয়েছেন চিকিৎসকরা। নিজস্ব চিত্র।
প্রায় আঠারো ঘন্টা ভেন্টিলেশনে রেখে মৃত্যুর হাত থেকে দেড় বছরের শিশুকে বাঁচালেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের থানার ফকিরপাড়া এলাকায়।
স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, বিষাক্ত কোনও কিছু মুখে দেওয়ার পরই অসুস্থ হয়ে পরে বছর দেড়েকের শিশুটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। নিস্তেজ হয়ে পড়েছিল সে। তড়িঘড়ি তাকে অক্সিজেন দিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। প্রায় ১৮ ঘণ্টা ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হয়। শিশুটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে বলেও হাসপাতাল সূত্রে খবর। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিশু বিশেষজ্ঞ অরণ্য দত্ত বলেন, “তড়িঘড়ি ওকে হাসপাতালে না আনলে হয়ত আর সময় পেতাম না চিকিৎসা করার, কারণ যে অবস্থায় ওকে আনা হয়েছিল হাতে খুব কম সময় ছিল আমাদের। শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।”