দুধকুমারই ‘গুরু’, দাবি নতুন নেতার

দুধকুমার মণ্ডলকেই নিজের ‘রাজনৈতিক গুরু’ বলে দাবি করলেন বিজেপি-র নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা আহ্বায়ক অজুর্ন সাহা। পাশাপাশি সদ্য প্রাক্তন জেলা সভাপতি দলের পাশে থেকেই কাজ করছেন বলে জানিয়ে দিলেন অর্জুনবাবু। দায়িত্বে আসার পরে সোমবার বিকেলে প্রথম বার রামপুরহাট শহর মণ্ডল কমিটির সঙ্গে বৈঠক করেন জেলা আহ্বায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৫ ০১:১৫
Share:

দুধকুমার মণ্ডলকেই নিজের ‘রাজনৈতিক গুরু’ বলে দাবি করলেন বিজেপি-র নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা আহ্বায়ক অজুর্ন সাহা। পাশাপাশি সদ্য প্রাক্তন জেলা সভাপতি দলের পাশে থেকেই কাজ করছেন বলে জানিয়ে দিলেন অর্জুনবাবু।

Advertisement

দায়িত্বে আসার পরে সোমবার বিকেলে প্রথম বার রামপুরহাট শহর মণ্ডল কমিটির সঙ্গে বৈঠক করেন জেলা আহ্বায়ক। শহরের কামারপট্টি মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে তিনি পুরসভার ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের সঙ্গে মিলিত হোন। পরে অর্জুনবাবু সাংবাদিকদের কাছে দাবি করেন, জেলায় চারটি পুরসভার সব ক’টি ওয়ার্ডে দল প্রার্থী দিয়েছে। আর তাতেই প্রমাণ হয় দলের মধ্যে কোনও বিভেদ বা দ্বন্দ্ব নেই। এর পরেই অর্জুনবাবু বলেন, ‘‘দুধকুমারবাবু আমার রাজনৈতিক গুরু। দলের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার জন্য তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাই বলে এই নয় যে, দুধকুমার মণ্ডল দল ছেড়ে দিয়েছেন। তিনি দলেই আছেন। দলের হয়েই সাঁইথিয়া পুরসভা ভোটে কাজও করছেন।’’

ঘটনা হল, পুরসভা ভোটে দলীয় প্রার্থীতালিকা প্রকাশিত হওয়ার পরেই রামপুরহাট থেকে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সিউড়ি দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। ওই ঘটনার পরেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একগাদা ক্ষোভ প্রকাশ করে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন দুধকুমার মণ্ডল। তাঁরই মতো প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভে দলের রামপুরহাট মণ্ডল কমিটি-সহ শহর মণ্ডল কমিটির দুই দায়িত্বপ্রাপ্ত নেতাও ইস্তফা দিয়েছেন। পাশাপাশি ৬, ৯ ও ১২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতিরা পদ থেকে ইস্তফা দিয়ে ইতিমধ্যেই তৃণমূলের পতাকা ধরেছেন। পুরসভা নির্বাচনের আগেই শহরে দলীয় কোন্দল নিয়ে জর্জরিত বিজেপি। যদিও অর্জুনবাবু বলছেন, ‘‘শহর মণ্ডল কমিটির সভাপতি ইস্তফা দিয়েছেন, এ কথা ঠিক। কিছু সমস্যার জন্য তিনিও ইস্তফা দিয়েছেন। তবে, ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। উনি জানিয়েছেন, বিজেপি-র হয়ে তিনি কাজ করছেন।’’ শহর মণ্ডল কমিটির সভাপতি নিয়ে জটিলতা খুব শীঘ্রই মিটে যাবে বলে তাঁর দাবি।

Advertisement

এ দিকে, এ দিনই রামপুরহাট পুরসভার নির্বাচন ঘিরে বিজেপি-র ৭-৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বে আছেন বিজেপি-র জেলা কৃষাণ মোর্চার জেলা সভাপতি ব্রজগোপাল মণ্ডল-সহ আরও জেলা নেতৃত্ব। গঠিত কমিটি ১৮টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতির সঙ্গে মিলিত হয়ে ওয়ার্ড ভিত্তিক সমস্যা এবং উন্নয়ন নিয়ে মানুষের কাছে ভোট চাইবেন। এ দিনও অর্জুনবাবু রামপুরহাট থানার আইসি-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, ‘‘এক জন তৃণমূল নেতা যা না করছেন, আইসি থানায় বসে তৃণমূলের হয়ে তার চেয়েও বেশি কাজ করে দিচ্ছেন। এমনকী, বেছে বেছে বিজেপি কর্মীদের থানায় ধরে নিয়ে এসে তৃণমূল করার জন্য চাপ দিচ্ছেন।’’ অর্জুনবাবু দাবি করেন, আইসি-র বিরুদ্ধে এর আগে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে। খুব তাড়াতাড়িই রাজ্য নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হবে।

রথীন্দ্র কৃষক মেলা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ, মঙ্গলবার শ্রীনিকেতনে শুরু হচ্ছে এক দিনের কৃষক মেলা। উদ্যোক্তাদের পক্ষে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক সুব্রত মণ্ডল বলেন, ‘‘বিভিন্ন ফসলের রোগ ও পোকা নির্ণয় এবং তার প্রতিকার, বিনা পয়সায় মাটি পরীক্ষা, বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী, গোরু ছাগল, হাঁস, মুরগিদের চিকিৎসা বিষয় নিয়ে এই মেলার আয়োজন হয়েছে। বিভিন্ন এলাকার কৃষিজীবীরা তাতে যোগ দেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement